অযথা অশ্লীলতা প্রদর্শন, নিষিদ্ধ ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - বর্তমান যুগ ওটিটির। চলচ্চিত্রপ্রেমী মানুষেরা এখন ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার জেরে সিনেমাহলে যাওয়াই অনেকটাই কমিয়ে দিয়েছেন। বড় পর্দায় মুক্তি পাওয়ার পরেই কিছুদিন বাদে সেই ছবি দেখা যায় ওটিটিতে। শুধু সিনেমাই নয় ওয়েব সিরিজের ছড়াছড়ি ওটিটি মঞ্চে। ছবি ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়াতে গিয়েই মঞ্চগুলিতে বেড়েছে অশ্লীলতা ও অযথা যৌনতা। যার প্রতি আসক্ত হচ্ছেন অনেকেই। এই অযথা অশ্লীলতা ও যৌনতা প্রদর্শনের জেরেই বন্ধ হতে চলেছে বেশকিছু ওটিটি প্লাটফর্ম।
আমাজন প্রাইম, নেটফ্লিক্স, হটস্ট্যারের পাশাপাশি বহু ওটিটি মঞ্চ রয়েছে যেখানে অশ্লীলতা ও যৌনতায় ভরা ওয়েব সিরিজের সংখ্যা প্রচুর। সেই ওয়েব সিরিজ ও সিনেমাগুলির প্রতি আসক্ত হচ্ছেন ছোটোরাও। অনেকাংশে নষ্ট হচ্ছে পড়াশোনা। শুধু তাই নয় একই জায়গায় মত্ত হয়ে থাকায় মাথা নস্ট হচ্ছে মানুষদের। এমনকি সাংসারিক জীবনেও ব্যাঘাত ঘটছে অনেকেরই। তাই আপত্তিকর বিষয়বস্তু বন্ধ করার উদ্দেশ্যে ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম। সফট পর্ন কনটেন্ট’ প্রচারের দায়ে নিষিদ্ধ হয়েছে বেশ কিছু অ্যাপও। ইতিমধ্যেই সেগুলির নাম বিজ্ঞপ্তির আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ায় ওয়েব প্ল্যাটফর্মগুলির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
সূত্রের খবর, নিষিদ্ধ হওয়া তালিকায় রয়েছে অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন, ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীল ভাবে নারী শরীর প্রদর্শন নিষেধ আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি।
উল্লেখ্য, আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭-এ অনুযায়ী কোনও ভাবে অশ্লীল বা যৌন ভিডিও প্রকাশ করা যায় না। শুধু তাই নয় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের ভিডিওতেও কোনো অশ্লীল দৃশ্য দেখানো নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী কোনো মাধ্যমেই নারীকে অশ্লীল অবতারে উপস্থাপন করা যায় না। কার্যতই আইন ভঙ্গের অভিযোগে করা পদক্ষেপ নিতে চলেছে তথ্য সংগ্রহকারী মন্ত্রক।