মরণ রোগে আক্রান্ত নদীয়ার ২ শিশু, সাহায্যের আর্জি পরিবারের
নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ডাঙ্কশিরা গ্রামের দুটি ফুটফুটে শিশু তিসা দাস ও রাহি দাস। আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা। তারা আক্রান্ত হয়েছে অতি বিরল ও প্রাণঘাতী রোগে। তাদের দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না এই মরণ রোগের চিকিৎসা করা। ফলে তারা সাহায্য চাইছেন সাধারণ মানুষের কাছে।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের ডাঙ্কশিরা গ্রামের বাসিন্দা প্রীতম দাস ও দুর্গা দাস। তাদেরই দুই কন্যা তিসা দাস ও রাহি দাস আক্রান্ত হয় এমএলডি (Metachromatic Leukodystrophy) নামক মরণ রোগে। এই রোগে ধীরে ধীরে শরীরের সমস্ত শক্তি ও চলাফেরার ক্ষমতা হারিয়ে যায়, আর শেষ পর্যন্ত থেমে যায় জীবন। শিশু কন্যা দুটির মা বাবার আয় সীমিত। দিন আনা দিন খাওয়া পরিবারটির পক্ষে এই রোগের উন্নত চিকিৎসার খরচ বহন করা একেবারেই অসম্ভব। অথচ সময়মতো চিকিৎসা শুরু হলে শিশু দুটির জীবন বাঁচানো সম্ভব। তাই তারা সাহায্য চাইছেন সাধারণ মানুষের কাছে ।
আজ আপনার একটি ছোট্ট সাহায্যও হতে পারে তাদের জীবনের বড় আশীর্বাদ। আপনার দেওয়া সামান্য অনুদান তাদের নতুন শৈশব, নতুন স্বপ্ন, নতুন হাসি ফিরিয়ে দিতে পারে।
ঠিকানা:
VTC – ডোংখিলা নতুন পাড়া
P.O - বড়োজিয়াকুর
Sub District – শান্তিপুর
District - নদিয়া
PIN-741404
West Bengal, India
যোগাযোগ নম্বর: 9339903641
মরণ ব্যাধীতে আক্রান্ত দুই শিশু কন্যার বাবা এপ্রসঙ্গ বলেছেন, ''দু'বছর পর্যন্ত আমার বাচ্চা ভালোই ছিলো। হটাৎ করে আমার বড়ো মেয়ের হাঁটা-চলা, কথা সব বন্ধ হয়ে যায়। চিকিৎসক জানান বড়ো মেয়েকে আর সুস্থ করা সম্ভব নয়। কিছুদিন পর ছোট মেয়েও একই রোগে আক্রান্ত হয়। কিন্তু তাকে বাঁচাতে ১৮-২০ লক্ষ টাকা লাগবে। আমি দিন আনা দিন খাওয়া মানুষ। আমার পক্ষে এত টাকা যোগার করা সম্ভব হচ্ছে না। তাই আমি আপনাদের সবার কাছে আর্থিক সাহায্য চাইছি। যাতে আমার ছোট বাচ্চা টাকে বাঁচাতে পারি।''