খসড়ায় বাতিল ৬৫ লক্ষ নাম, বিহার ইস্যুতে উত্তাল সংসদ
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিহারে চলতি বছরের বিধানসভা ভোটের আগে সংশোধিত ভোটার তালিকার খসড়া তীব্র রাজনৈতিক বিতর্ক। একাধিক মানুষের নাম বাদ পড়ার অভিযোগ তুলে সংসদে সরব বিরোধীরা। আজকের মধ্যেই এই তালিকা নির্বাচিন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে।
সূত্রের খবর, শুক্রবার ১ লা অগাস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের ৩৮ টি জেলার ২৪০ টি বিধানসভা কেন্দ্রের জন্য সংশোধিত ভোটার তালিকার খসড়া তুলে দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে। জেলাশাসকের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে এই তালিকা দেওয়া হয়। এতে রাজ্যের ৯০,৮১৭ টি বুথের ভোটার পরিসংখ্যান রয়েছে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে দুপুর ৩টের মধ্যে এই তালিকা সাধারণ মানুষের জন্য নির্বাচন কমিশন তাদের ওয়েব সাইটে প্রকাশ করবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে , এই তালিকা প্রকাশের পর সেখান থেকে যদি কারোর নাম বাদ পড়ে বা ভুল আসে তাহলে তা আগামী ১ লা সেপ্টেম্বরের মধ্যে কমিশনকে জানাতে হবে।
এদিকে ,সংসদের দুই কক্ষে বিরোধীরা এই তালিকা নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিরোধী দলগুলির পক্ষ থেকে যৌথ চিঠি দিয়ে বিশেষ আলোচনার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভোটের কয়েক মাস আগেই ভোটার তালিকা সংশোধন করা “অভূতপূর্ব” এবং “উদ্দেশ্যপ্রণোদিত”। এতে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীরা। চিঠিতে সই করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উপদলনেতা গৌরব গগৈ, তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, এনসিপির সুপ্রিয়া সুলে-সহ আরও অনেক রাজনৈতিক নেতা। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা, আরজেডি, আরএসপি প্রমুখ দলগুলি এই প্রতিবাদে শামিল হয়েছে।