৯ই আগষ্ট ২০২৫, আজকের দিনের বৃষ রাশি ও মকর রাশি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা -
বৃষ রাশি -
আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ। মাত্রাছাড়া রাগ ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন। তবে তার জন্য বেগ পেতে হবে। ভ্রমণে বাধা। সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। কর্মক্ষেত্রে মিশ্রফল। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কাজ করে আনন্দ লাভ।
সম্পদ - অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভাল থাকবে
পরিবার - পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।
সম্পর্ক - ভেঙে যাওয়া কোনও সম্পর্ক জোড়া লাগতে পারে।
পেশা - পেশাগত ক্ষেত্রে কোনও বিবাদ মাথা গরম করতে পারে।
শুভ সংখ্যা - ১৭
শুভ দিক - উত্তর পশ্চিম
শুভ রত্ন - সাদা প্রবাল
শুভ রং - সাদা
মকর রাশি -
সন্তান স্থান শুভ। কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে।
কর্মে জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। কর্মক্ষেত্রে উদ থাকে থি কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে।
সম্পদ - অর্থভাগ্য খুব খারাপ, বেশ চিন্তার বিষয়।
পরিবার - পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
সম্পর্ক - সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না।
পেশা - পেশার জগতে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে।
শুভ সংখ্যা - ৫৪
শুভ দিক - উত্তর-পূর্ব
শুভ রং - নীলা
শুভ রত্ন - নিল