৮ আগস্ট নয় অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিনের সময় বদল
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট। আর এই বিষয়ে জেলাস্তরের সংগঠনগুলিকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠকের সময় ৮ আগস্ট নয়, এগিয়ে এনে ৫ আগস্ট সেই বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্রের খবর, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী একাধিকবার পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আর এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ৮ আগস্ট অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠকের সময়সূচি পরিবর্তন করে এগিয়ে আনা হয় ৫ আগস্ট। কারণ, ৮ তারিখ নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে INDIA জোটের। দিল্লিতে সেই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা থাকায় দলীয় বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ওই বৈঠকে অংশগ্রহণ করবেন দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার কাউন্সিলর, জেলা সভাপতি ও চেয়ারম্যান, এবং তৃণমূল রাজ্য কমিটি ও বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা।
এই বৈঠকে অভিষেক একাধিক ইস্যুতে দলের অবস্থান ও আন্দোলনের দিশা নির্ধারণ করবেন বলে খবর। বিশেষ করে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর বর্ণবৈষম্য ও নিপীড়নের অভিযোগ, এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রতিবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।