"দুই সন্তানের বাবা হয়েও বাড়িতে রক্ষিতা রাখছেন", স্বামীর প্রতি বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী রিয়ার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ছোট পর্দার বহু পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। একাধিক সিরিয়ালে ধারাবাহিকভাবে ভাল অভিনয় করেছেন। স্বামী পরিচালক অরিন্দম চক্রবর্তী। যমজ সন্তান রয়েছে দু'জনের। তবে স্বামীর সাথে সম্পর্ক মজবুত নয়। আগেই স্বামীর সাথে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। বুধবার স্বামীর নামে অভিযোগ তুলে একটি বিস্ফোরক পোস্ট করেন অভিনেত্রী। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীর অভিযোগ বিয়ে ও সন্তান হওয়ার পরেও অন্য মহিলার সাথে সম্পর্কে লিপ্ত আছেন স্বামী অরিন্দম। যমজ সন্তান হওয়ার কয়েকমাস পরেই আলাদা থাকেন দম্পতি। পেশায় নিযুক্ত থাকার পরেও একা হাতেই সন্তানদের মানুষ করেছেন। রিয়ার অভিযোগ আইনত সম্পর্কে থাকার পরেও কোন আইনে দ্বিতীয় মহিলার সাথে দিন কাটাচ্ছেন অরিন্দম? তাও আবার নিজের বাড়িতে।
সোশ্যাল মিডিয়ায় রিয়া লিখেছেন, "আইনত এখনও স্বামী স্ত্রী আমরা। কিভাবে দুই সন্তানের বাবা হওয়ার পরেও নিজের বাড়িতে রক্ষিতা নিয়ে থাকছেন মিস্টার অরিন্দম চক্রবর্তী? ভারতীয় আইন কি এটাকে সমর্থন করে? শ্বশুরবাড়ির লোকেরাও নিজেদের ছেলেকে পূর্ণ সমর্থন করছেন।"
রিয়া আরও বলেছেন, "সরকারি চাকরি, মোটা বেতন এসব দিয়ে কি সত্যি সংবিধান ফাঁকি দেওয়া যায়?" অভিনেত্রী নেটিজেনদের অনুরোধ করে বলেছেন, "যতটা পারবেন পোস্টটি শেয়ার করবেন। যাতে আমার আওয়াজ প্রশাসনের কান অবধি পৌঁছায়।"
রিয়ার এই পোস্টের পরেও অরিন্দমকে লক্ষ্য করে কটাক্ষের তীর ছুঁড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, "এইসব লোকের কোনো মান সম্মান নেই। দু'জনের মাঝে সবচেয়ে ক্ষতি হচ্ছে বাচ্চাদের।" আবার কেউ রিয়াকে পরামর্শ দিয়ে লিখেছেন, "যত তাড়াতাড়ি সম্ভব অরিন্দমের থেকে পাকাপাকিভাবে আলাদা হয়ে যাও।"