মার্কিন হুমকির মাঝেই রাশিয়ায় অজিত দোভাল - পুতিনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি , মস্কো - ভারত - রুশ সম্পর্ক মজবুত করতে বুধবার রাশিয়া সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার ক্রেমলিনে তিনি দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আর এই সাক্ষাৎ ভারতের কূটনৈতিক মহলে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে।
সূত্রের খবর, একদিকে রুশ তেল কেনার শাস্তি স্বরূপ ভারতের ওপর একের পর এক শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। আর অপরদিকে, ভারত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মার্কিন শুল্কের আবহে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রুশ সফরে যান। আজ ক্রেমলিন প্রেস সার্ভিস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আলোচনার আগে ডোভালকে পুতিনের সঙ্গে হাত মেলাচ্ছে। এর আগে ডোভাল রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গেও বৈঠক করেন।
এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা, জ্বালানি এবং ভূ-কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং পুতিনের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানিকে কেন্দ্র করে ভারতের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন আর তারই মাঝে এই আলোচনার প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ডোভালের এই সফরেই আশা করা হচ্ছে যে, রাশিয়া ভারতকে তেলের দামে বাড়তি ছাড় দেবে এবং নতুন প্রতিরক্ষা চুক্তিও হতে পারে। ফলে, শুধুমাত্র কূটনৈতিক দিক থেকেই নয়, অর্থনৈতিক দিক থেকেও এই সফরের তাৎপর্য অপরিসীম। একইসঙ্গে , পুতিনের ভারত সফরের জল্পনাকেও বেশ বাড়িয়ে তুলছে।