'বাংলা কোনও ভাষাই নয়', অমিত মালব্যর মন্তব্যে উত্তাল বাংলার রাজনীতি
নিজস্ব প্রতিনিধি , নয়াদিল্লি - বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এরই মাঝে বাংলা ভাষাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর। আর তার করা মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে বাংলাজুড়ে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিবাদে মুখর।
সূত্রের খবর, সম্প্রতি দিল্লি পুলিশ বাংলা ভাষায় কথা বলার অপরাধে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটক করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা নথি খতিয়ে দেখতে বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। এই বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়।
আর এই প্রেক্ষিতে অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট রি-পোস্ট করে লেখেন, ' দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। কারণ তাদের বাচনভঙ্গি ভিন্ন, যা ভারতে প্রচলিত নয়। বাংলা বলে কোনও ভাষা নেই। ‘বাঙালি’ একটি জাতি, কোনও ভাষা নয়।'
তার দাবি অনুযায়ী, বাংলাদেশি ভাষা বলতে দিল্লি পুলিশ যেটা বোঝাতে চেয়েছে, তা অনুপ্রবেশকারীদের নির্ধারণের প্রক্রিয়ার অংশ। আর এর সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই বলেই দাবি বিজেপি নেতার।
একইরকম সুর শোনা যায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর মুখেও। তিনি বলেন, 'বাংলাদেশের বই আর পশ্চিমবঙ্গের বইয়ের ভাষায় পার্থক্য রয়েছে। কার লেখা পড়ছেন, তাতেই বোঝা যাবে। বাংলায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যাবে এমন ধারণা ভুল।'