পুনেতে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি সন্দেহে খুনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যুর শিকার হলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। রাজগঞ্জের বাসিন্দা দীপু দাসের পুণেতে শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য ও রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা গোকুলভিটা গ্রামের বাসিন্দা দীপু দাস পেশায় পরিযায়ী শ্রমিক। গত ১০ বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে এসেছেন তিনি। কিছুদিন আগে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রের পুণেতে। মঙ্গলবার তার রহস্যজনক মৃত্যুর খবর আসে। সোমবার দীপুর মা মারা যান। পরদিন তার মৃত্যুর খবর জানাতে গিয়ে পরিবারের লোকেরা দীপুর মৃত্যুর খবর পায়।
যদিও কাজের ঠিকাদারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপু কাজের সময় ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। কিন্তু এই বর্ণনায় সন্তুষ্ট নয় পরিবার। তাঁদের দাবি, দীপুকে খুন করা হয়েছে। তাঁর শরীরে বহু গভীর ক্ষতচিহ্ন, এমনকি গলায় আঘাতের চিহ্নও রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের কয়েকজন সদস্য ইতিমধ্যেই প্রশাসনের সহযোগিতায় মৃতদেহ আনতে পুণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে একজন পুলিশ কর্মীকেও পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় নিজে দীপুর বাড়িতে পৌঁছন। তিনি জানান, "এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কি না তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পরিবারের পাশে আছি। পরিবারকে ময়নাতদন্তের রির্পোট আনতে বলা হয়েছে। কোনো রকম অসঙ্গতি থাকলে প্রশাসন সেখানে পদক্ষেপ নেবে। দেহ যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চলছে।"
ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের বারবার হেনস্তা করা হচ্ছে। অনেককে বাংলাদেশি সন্দেহে আটক করে নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ।