ফের দিল্লিতে বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ, নিখোঁজ দম্পতি
নিজস্ব প্রতিনিধি , নদীয়ার - ফের ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে হয়রানির শিকার হতে হল বাঙালি পরিযায়ী দম্পতিদের । এমনকি পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিতে হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার। একের পর এক এরকম ঘটনায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর , বুধবার দিল্লি পুলিশের কাছে আটক হয় বাংলার পরিযায়ী শ্রমিক সাকিলা বিবি। তার স্বামী শহিদুল শেখ পুলিশের ভয়ে আপাতত গা ঢাকা দিয়ে আছে। খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পরে নদীয়ার শান্তিপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭৫ বছর বয়সী লাল বেনু বেউ। একমাত্র ছেলের কোনো খোঁজ নেই, বৌমাকে আটক করেছে পুলিশ ফলে যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন তিনি।
১৬ বছর ধরে দিল্লিতে কাজ করছেন ওই দম্পতি। স্বামী ও স্ত্রী দুজনেই রাজমিস্ত্রির কাজ করতো। পরিচয় পত্র দেখানো সত্ত্বেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই শান্তিপুর থানায় অভিযোগ করা হয়েছে। থানা থেকে ওই দুই দম্পতির পরিচয় পত্র পৌঁছে যাবে দিল্লি, বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
ঘটনায় এক প্রতিবেশির বলেন, "বাংলা ভাষায় কথা বললেই কি এরকম আটক করা হবে। যারা রোজ পেটের দায়ে বাইরে যায় তারা তাহলে কি করবে। সবাই তো আর হিন্দি বলতে পারে না। যারা কাজে যাচ্ছে তাদের নিরাপত্তার কি হবে। যথেষ্ট চিন্তিত আছি আমরা পাড়ার সবাই।"
প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এর প্রতিবাদে ইতিমধ্যেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি শিবিরের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বাসিন্দাদের জাল নথি পত্র বানিয়ে এদেশে ভোটার হিসেবে রেখে দিয়েছে।