ফ্রান্সের পর প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ব্রিটেন , আরও চাপে ইজরায়েল
নিজস্ব প্রতিনিধি , প্যালেস্তাইন - গাজায় ইজরায়েলের অভিযান অব্যাহত। যুদ্ধবিরতির কোনো কার্যকর পদক্ষেপ না হলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন, জানালেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের পর এবার ব্রিটেনও গাজার পরিস্থিতি ঘিরে শক্ত অবস্থানে গেল।
সূত্রের খবর , মঙ্গলবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে স্টারমার বলেন, " আমরা দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করি। তবে সংঘাত থামানো এখন সবচেয়ে জরুরি। ইজরায়েল যদি গাজার ভয়াবহ অবস্থা বদলাতে পদক্ষেপ না নেয়, তাহলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমরা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব।" তবে এই স্বীকৃতির শর্তসাপেক্ষে অনুমোদনের কথা জানিয়েছে ব্রিটেন।
ব্রিটেনের পক্ষ থেকে যে প্রধান শর্তগুলি দেওয়া হয়, সেগুলি হল - ৭ অক্টোবরের পণবন্দিদের মুক্তি দিতে হবে হামাসকে।যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে। গাজার প্রশাসনে হামাসের আর কোনও ভূমিকা থাকবে না।
স্টারমার বলেন,"আমাদের লক্ষ্য নিরাপদ ইজরায়েলের পাশে সার্বভৌম প্যালেস্টাইন। গাজার পরিস্থিতি এখন এতটাই সংকটজনক যে এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।" ফ্রান্সও ব্রিটেনের মতো একই অবস্থান নিয়েছে।
মার্কিন প্রশাসন যদিও এখনও এই স্বীকৃতি দেওয়ার বিষয়ে অসন্তুষ্ট, তবু ব্রিটেন ও ফ্রান্সের অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অধ্যায় লিখতে চলেছে