১ আগস্ট থেকে প্রথমবারের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রথমবার ইপিএফও-তে রেজিস্টার্ড কর্মীদের জন্য সুখবর। কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। একটি অভিনব প্রকল্প, যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সঞ্চয় অভ্যাস গঠনে সাহায্য করবে। এই প্রকল্প চলতি বছরের ১ আগস্ট থেকে কার্যকর হবে।
সূত্রের খবর , কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ঘোষণানুযায়ী, এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো ইপিএফও রেজিস্টার্ড কর্মচারীরা ১৫,০০০ টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ পাবেন। দুই কিস্তিতে তাদের এই টাকা দেওয়া হবে - প্রথম কিস্তি- ৬ মাসের চাকরির পরে, দ্বিতীয় কিস্তি- ১২ মাসের চাকরি এবং আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পরে।
প্রধানমন্ত্রীর এই প্রকল্পে মোট ৯৯, ৪৪৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর লক্ষ্য একটাই আগামী ২ বছরের মধ্যে ৩.৫ কোটির বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি। যার মধ্যে ১.৯২ কোটি হবে প্রথমবার কাজ শুরু করা কর্মীদের জন্য। এই প্রকল্প শুধু কর্মীদের জন্যই নয়, নিয়োগকর্তাদের জন্যও একাধিক সুবিধা দিচ্ছে। যেমন - ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ইনসেনটিভ প্রযোজ্য, প্রতি মাসে ₹৩,০০০ পর্যন্ত ইনসেনটিভ, দুই বছরের জন্য, উৎপাদন খাতের জন্য এই সুবিধা তৃতীয় ও চতুর্থ বছর পর্যন্ত বাড়ানো হবে।
তবে নিয়োগকর্তাদের জন্য কিছু শর্তও আরোপ করা হয়েছে। যেগুলি হল - যাদের কর্মী সংখ্যা ৫০-এর কম, তাদের কমপক্ষে ২ জন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। যাদের কর্মী সংখ্যা ৫০ বা তার বেশি, তাদের কমপক্ষে ৫ জন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। তবে এসব নিয়োগ হতে হবে EPFO রেজিস্টার্ড প্রতিষ্ঠানে এবং স্থায়ী ভিত্তিতে।