শিশুমৃত্যুতে উঠে এল আবাস যোজনার বঞ্চনা, অভিযোগে রাজনৈতিক সংঘাত
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বর্ষার টানা বৃষ্টির প্রভাবে ভেজা মাটির দেওয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু ঘটে এক শিশুর। পরিবারের অভিযোগ, আবাস যোজনায় নাম থাকলেও কেন্দ্রের বঞ্চনায় তারা পাকা বাড়ি পাননি।
সূত্রের খবর, গত ৩ রা আগস্ট সকালে বাড়ির উঠোনে খেলা করার সময় মাটির দেওয়াল ভেঙে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা গেল তিন বছরের ওই একরত্তি শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামে। মৃত ওই শিশুকন্যার নাম কিরণ লোহার। দ্রুত মাটি সরিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
অ্যাডবেস্টরের ছাউনি দেওয়া মাটির বাড়িতে সপরিবারে থাকেন পেশায় দিনমজুর বিশ্বনাথ লোহার। তাঁর ছোট্ট শিশুকন্যা ছিলো কিরণ। তাঁর বক্তব্য, “ আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন জানালেও তালিকায় নাম আসেনি। আজ পাকা বাড়ি থাকলে এভাবে তাঁদের কোলের সন্তানটিকে প্রাণ হারাতে হতোনা।”
এ ঘটনায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের পাশে দাঁড়ান। তিনি অভিযোগ করে বলেন, “কেন্দ্র যদি আবাস প্রকল্পের বরাদ্দ আটকে না রাখত, তাহলে এ দুর্ঘটনা ঘটত না।” প্রশাসনের পক্ষ থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।
পাল্টা জবাব দিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক দেবকুমার ঘরামী জানান, “ শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে শিশুটির মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।তারা দায় চাপাতে চাইছে কেন্দ্রীয় সরকারের ওপরে। তিনি দাবি করেন গরিব মানুষের ঘরের টাকা লুট করে বড়লোকদের দান করেছে তৃণমূল সরকার। তাই সেই টাকা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ।২০২৬ এ জনগণই তৃণমূল সরকারকে দেখে নেবে।”