জল যন্ত্রণার মৃত্যু ফাঁদে শিশুরা , ক্ষোভে ফুসছেন অভিভাবকরা
নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - গত কয়েক দিনের বৃষ্টিতে জেলা থেকে শহর সর্বত্রই জলমগ্ন হওয়ার একাধিক খবর নজরে এসেছে। কিন্তু এবারে জলমগ্ন কোন রাস্তা নয়, হাঁটু অব্দি জল জমে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।
সূত্রের খবর , পুরুলিয়া এক নম্বর ব্লকের মাহালিতোড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চত্বরে এক হাঁটু জল জমে যায়। জল থৈ থৈ অবস্থা বেশ কয়েকটি ক্লাসরুম ও মিড ডে মিলের ঘরের ভিতর। বিদ্যালয়ের নলকূপ গুলিও কার্যত জলের তলায়।
এই প্রাথমিক বিদ্যালয়টিতে চার জন শিক্ষিকা ও ৩৯ জন পড়ুয়া রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সমস্ত পড়ুয়াদের একটাই ক্লাসরুমে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে। অভিযোগ, 'এই পরিস্থিতিতে পড়ুয়াদের উপস্থিতির হার বেশ নেমে এসেছে। এমনকি হাঁটাচলার এতটাই সমস্যা হয়ে পড়েছ যে, বাচ্চারা প্রায়শই খেলতে গিয়ে পড়ে যাচ্ছে ও আহত হয়ে পড়ছে।'
ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা পম্পা ব্যানার্জি বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিবছরই বর্ষার সময় এই সমস্যার সৃষ্টি হয়। কোন নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোন হেলদোল করতে দেখা যায়নি।"
ঘটনায় এলাকার বিজেপি নেতা বলেন, "এই প্রাথমিক বিদ্যালয়টি ক্রমেই বাচ্চাদের জন্য একটি মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে। অনেক সময় ছাদ চুঁয়ে জল পড়ে। বিদ্যালয়ের অবস্থা ভালো না। ফাটল ধরেছে অনেক জায়গায়। দ্রুত ওই বিদ্যালয়টি সারানোর ব্যবস্থা করা হোক।"