image

বিদেশ / 30 July, 2025

নগ্ন সমুদ্র সৈকতে নিষিদ্ধ যৌনাচার, নিষেধাজ্ঞা জারি আদালতের

নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক- বালিয়াড়ি ঘেরা সমুদ্রসৈকতের প্রেমে পাগল ভ্রমণপিপাসুরা। মূলত প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্ত বাতাসের জন্য পর্যটকেরা সমুদ্রসৈকতে ভিড় জমালেও পৃথিবীতে এমন কিছু সৈকত রয়েছে যেখানে নগ্নতা নিষিদ্ধ নয়। এইসব সমুদ্র সৈকতে অবলীলায় চলছে যৌনাচার। ঘন বালির অপব্যবহার করে চলছে সঙ্গমসুখ। সেসব সমুদ্র সৈকত বন্ধের নির্দেশ দিল আদালত। 

পৃথিবীতে এমনও কিছু সমুদ্রসৈকত আছে যেখানে মগ্ন হয়ে ঘোরা নিষিদ্ধ নয়। পোশাক ছাড়াই সেখানে ঘুরে বেড়ান পুরুষ ও মহিলারা। তেমনই একটি সরকার স্বীকৃত নগ্ন সৈকত আমেরিকার সিয়াটলে অবস্থিত ডেনি ব্লেইন পার্ক। উন্মুক্ত এই সমুদ্রের পারে চলছে যৌনাচার। তাই এইসকল সমুদ্র বন্ধ হতে চলেছে। অবলীলায় আর ঘোরা যাবে না পোশাক ছাড়া। 

বালিয়াড়ি ভরা সমুদ্র সৈকতে সঙ্গমসুখ পেতেই এখন ভিড় জমান পুরুষ মহিলা। এমন বহু অভিযোগ জমা পড়েছে প্রশাসনর কাছে। যত্রতত্র যৌনতার দৃশ্যে সাক্ষী থাকতে থাকতে অতিষ্ট হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। 

ডেনি ব্লেইন এলাকার বাসিন্দারা বিগত কয়েক বছর ধরে যৌন আচরণ বৃদ্ধির কথা জানিয়েছেন প্রশাসনকে। এই সমস্যা মোকাবিলায় ‘ডেনি ব্লেইন পার্ক ফর অল’ নামের একটি সংগঠন তৈরি করা হয়েছে। সেই সংগঠনটি আদালতের দ্বারস্থ হয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে। কিং কাউন্টি সুপিরিয়র আদালতের বিচারক স্যামুয়েল চুং মামলাকারীদের পক্ষে রায় দিয়ে জনপ্রিয় সমুদ্রসৈকতটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। 

গত কয়েক বছর ধরে ওই পার্কে। আকস্মিক পরিবর্তন ঘটে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। চলতি বছরের মার্চ মাসে পর পর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটায় নড়েচড়ে বসেন আশপাশের বাসিন্দারা। পার্কে আক্রমণাত্মক যৌন আচরণ বৃদ্ধির অভিযোগও এনেছেন ‘ডেনি ব্লেইন পার্ক ফর অল’-এর সদস্যেরা। পার্কের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা। 

সূত্রের খবর, চলতি বছরে প্রকাশ্যে চারটি হস্তমৈথূনের ঘটনা দেখা দিয়েছে। এইরূপ কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ আনলে হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দা এক মহিলার সঙ্গে তর্ক করার সময় যৌন আক্রমণাত্মক মন্তব্য করেন এক পুরুষ পর্যটক।এমনকি বাগ্‌যুদ্ধের সময় পোশাক খুলে ফেলেন ওই পর্যটক। দ্বিতীয়টি ঘটনাটি হল, এক বাসিন্দার গাড়ির উপর বহুক্ষণ হস্তমৈথুনে লিপ্ত ছিলেন এক নগ্ন পুরুষ। 

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, সমস্ত সম্ভাবনা নিঃশেষ হয়ে যাওয়ার পর শেষ পদক্ষেপ হিসাবে আদালতের দ্বারস্থ হন তারা। সৈকতে নগ্ন হওয়ায় ছাড় দেওয়া হোক, কিন্তু যৌনতায় নয়। প্রাকৃতিক। এমনই দাবি করেন তারা। প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রেখে যৌনতায় লাগাম দেওয়া হোক বলেই দাবি সংগঠনের। শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুর চড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.