'ডিএ মৌলিক অধিকার নয়' , শীর্ষ আদালতে ফের দাবি রাজ্যের
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ডিএ মামলায় দিনভর শুনানি চলে সুপ্রিম কোর্টে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ কোনও মৌলিক অধিকার নয় এবং তা রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হয়।
সূত্রের খবর, সোমবার আদালতের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার এই মামলার শুনানি হবে। আর সেই মতন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে এদিন ডিএ মামলার শুনানি হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার এই মামালার সঙ্গে যুক্ত সব পক্ষকে প্রস্তুত থাকতে হবে মঙ্গলবারের জন্য।
এদিন রাজ্যের পক্ষ থেকে তিনটি মূল যুক্তি পেশ করা হয়। প্রথম, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, দ্বিতীয়, ডিএ পাওয়ার আইনি অধিকার সরকারি কর্মচারীদের নেই, তৃতীয়, রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি বিচার করে ডিএ প্রদান করে। বিচারপতি পিকে মিশ্র পাল্টা প্রশ্ন তোলেন, রাজ্য সিপিআই মেনে না দিলে, কোন পদ্ধতিতে ডিএ নির্ধারণ করতে চায়? রাজ্যের আইনজীবীদের বক্তব্য, কেন্দ্রের মতো নির্দিষ্ট কোনও বাধ্যবাধকতা নেই, প্রতিটি রাজ্য নিজেদের ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়।
বিচারপতিরা জানতে চান, রাজ্য কোন ফর্মুলা অনুযায়ী ডিএ দেয় এবং কেন কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রাখা হয় না। এই প্রেক্ষিতেই রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, 'ভারতজুড়ে ডিএর জন্য কোনও একক নিয়ম নেই। প্রতিটি রাজ্য তাদের নিজস্ব পদ্ধতি মেনে চলে।'
বুধবার মামলাকারী সরকারি কর্মচারীদের যুক্তি শোনা হবে। কর্মচারীদের পক্ষ বলছে, আইনি যুক্তির বদলে তাঁরা জানতে চান কেন কেন্দ্রীয় হারের ভিত্তিতে ডিএ দেওয়া হচ্ছে না। এই মামলার শুনানি আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে।