বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ঘিরে উত্তাল দিল্লি, গ্রেফতার রাহুল - প্রিয়াঙ্কা
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যু ঘিরে কার্যত উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুকে কেন্দ্র করে ভোটচুরির অভিযোগ তুলে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে নামে ইন্ডিয়া জোট। বিরোধীদের এই অভিযান ঘিরে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায় রাজধানীতে।
সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল ভারতের নির্বাচন কমিশন ঘেরাও। তবে দিল্লি পুলিশের অনুমতি ছিল না এই মিছিলে। তৃণমূল সাংসদদের হাতে বাংলায় লেখা ব্যানার, কংগ্রেস, সপা-সহ বিভিন্ন দলের নেতারা শামিল হন মিছিলে। পথে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দিল্লি পুলিশ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা।
কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। রাস্তায় বসেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সাংসদ মহুয়া মৈত্র, সুস্মিতা দেব সহ অনেক সাংসদরা শাড়ি পরে অনেকে ব্যারিকেডের ওপর উঠে পড়েন। ব্যারিকেড টপকে যেতে চেষ্টা করেন অখিলেশ যাদব ও অন্য নেতারা।
উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করেন। এছাড়াও, মাল্লিকার্জুন খড়গে সহ প্রায় ১০০ রও বেশি সাংসদকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনার জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়।
ইন্ডিয়া জোটের দাবি, আমরা এই বিষয়টিকে নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চাই। কিন্তু তারা নিজেদের মুখ লুকোতে এই বিষয় নিয়ে আলোচনায় বসতে চাইছে না। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্য। আমরা একটি পরিষ্কার বিশুদ্ধ ভোটার তালিকা চাই।'