মান অভিমান পালা ফুরোলো, 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নতুন সম্পর্ক শুরু দেব শুভশ্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মান অভিমান ভুলে পুরোনো সম্পর্ককে মাথায় না রেখে ফের নতুন শুরু করলেন দেব শুভশ্রী। অনুরাগীরা নতুন রূপে ফিরে পেল তাদের। যেভাবে চেয়েছিল সেভাবে না হলেও এই বন্ধুত্বই এখন তাদের কাছে বিশাল আত্মসন্তুষ্টির। কারণ ফের বন্ধুত্ব করেছেন টলিউড তারকা দেব শুভশ্রী। ধূমকেতুর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফের অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে নিজেদের বন্ধুত্ব স্বীকার করেছেন দেব শুভশ্রী।
সোমবার কলকাতার নজরুল মঞ্চে প্রথমবারের মত প্রকাশ্যে আসে ধূমকেতু ছবির ট্রেলার। দেব শুভশ্রী অনুরাগীদের মন ভেঙেছিল ঠিকই। তবে ধূমকেতুর মাধ্যমেই ফের হাসি ফুটেছে তাদের মুখে। শুধু তাই নয় একসঙ্গে সেলফি তুলতে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দর্শকেরা। তাদের আনন্দ বাড়িয়ে তুলতে এরপর একসঙ্গে এক মঞ্চে নৃত্য পরিবেশন করেন দু'জন। বহু বছর পর এই দৃশ্যের সাক্ষী থাকলেন টলিউড।
এইসব কিছুর আগে যদিও তাদের মান অভিমান পালা মেটান দুই তারকা। রোহন দেব ও শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তারা কি একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেছেন, "কে আগে ব্লক করেছিল?" এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন দেবকে পুনরায় ফলো করলেন। এরপরই নিজের ফোন বার করে বন্ধুকে ফলো করেন দেব। এই প্রথমবার হয়তো এত বড় মঞ্চে এইভাবে কোনো তারকার ভুল বোঝাবুঝি সম্পন্ন হল। তাই দর্শকদের মুখে হাসি ফোটাতে সেলফি তোলা সহ একসঙ্গে নৃত্য পরিবেশন করেছেন দেব শুভশ্রী। ম্যাজিকাল মুহূর্তের সাক্ষী থাকে কলকাতার নজরুল মঞ্চ।
অনুষ্ঠানের শুরু হয় এক নস্ট্যালজিক মুহূর্ত দিয়ে ৷ যেখানে দেব-শুভশ্রী জুটির ছোট ছোট সিনেমার কথা-ক্লিপিংস ভেসে ওঠে বিশাল বড় স্ক্রিনে। অনুষ্ঠানের মাঝেই নিজেদের পুরোনো ছবির একাধিক গানে পা মিলিয়েছেন দেব শুভশ্রী। সব নাচ গানের পরে অধির আগ্রহে ছবির ট্রেলারের জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ধূমকেতুর ট্রেলার। বড় পর্দায় ট্রেলার দেখার পরেই উচ্ছ্বসিত গোটা নজরুল মঞ্চের দর্শকেরা।
ধূমকেতুর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। গানে মঞ্চ মাতিয়ে দেন অনুপম রায় ও ঈশান মিত্র।