ছবি মুক্তির পরই লাগাতার খুনের হুমকি, অজ্ঞাত পরিচয় ব্যক্তির জেরে রাতের ঘুম উড়েছে পরিচালকের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - গত শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক অমিত জানির 'উদয়পুর ফাইলস'। ছবি মুক্তির পরেই রাতের ঘুম উড়েছে পরিচালকের। প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়েছে গিয়েছে অমিত জানির। একের পর এক ফোনে লাগাতার খুনের হুমকি পাচ্ছেন পরিচালক। পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
সূত্রের খবর, উদয়পুরের কানহাইয়া লাল সাহু নামে এক দর্জি ২০২২ সালের ২৮শে জুন অজ্ঞাত কারণে নিশৃংস ভাবে খুন হয়েছিলেন। সেই সময় এই ঘটনা নাড়িয়ে দেয় গোটা রাজস্থান শহর। এই ঘটনা নিয়েই তৈরি অমিতের ‘উদয়পুর ফাইলস’।
পরিচালকের অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছে। অনেকেই ভাবছেন ছবির গল্প অপছন্দের জেরেই হয়তো খুনের হুমকি পাচ্ছেন। হয়তো ছবি বন্ধ করাই আসল উদ্দেশ্য ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ক্রমাগত হুমকি ফোন পেতে পেতে কিছুটা হলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ছবির প্রযোজক। নয়ডা পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন অমিত। ইতিমধ্যেই ওয়াই ক্যাটাগরির সুরক্ষা পেয়েছেন পরিচালক।
সমাজমাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়েছেন পরিচালক। সঙ্গে লিখেছেন, "বিহারের বাসিন্দা মোহম্মদ তবরেজ নামের এক ব্যক্তি আমায় লাগাতার ফোনে হুমকি দিচ্ছেন। কখনও গালিগালাজের বন্যা বইয়ে দিচ্ছেন। কখনও হুমকি দিচ্ছেন, গুলি করে আমায় খুন করা হবে। এমনকি বোমা মেরে গাড়ি সহ আমাকে উড়িয়ে দেওয়া হবে। কারণ, ছবিতে আমি নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছি। অভিযুক্ত আমাকে জীবন্ত কবর দেওয়ার হুমকিও দিয়েছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রককেও বিষয়টি জানালেও তার কোনো সমস্যা নেই।"
উল্লেখ্য, ছবির নাম এবং বিষয় আনুষ্ঠানিক ভাবে জানানোর পর থেকেই সমস্যার মুখে পড়েছিলেন পরিচালক। ছবি নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকার ৬ই অগস্ট ছবিমুক্তির অনুমতি দেয়। এরপরই নির্মাতারা গত ৮ই আগস্ট ‘উদয়পুর ফাইলস’ মুক্তির সিদ্ধান্ত নেন।