টিউবওয়েল থেকে বেরোচ্ছে নোংরা লাল জল, সঙ্কটের মুখে বিদ্যালয়ের পড়ুয়ারা
নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম- স্কুলের টিউবওয়েল থেকে বেরোচ্ছে নোংরা লাল জল। ঝাড়গ্রামের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তীব্র জল সঙ্কট। মিড-ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে। পড়ুয়াদের ভরসা এখন শুধুই নিজের বোতলের জলটুকু।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিদ্যালয়ে দু'টি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও আজ পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ। ফলে জল ওঠে না। পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল। আর অন্যটি থেকে বেরোচ্ছে নোংরা লাল জল, যা কোনও ভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয়।
বিদ্যালয়ের শিক্ষক শিবাশীষ পৈড়া জানিয়েছেন, "এই সঙ্কট প্রথম দিন ধরেই চলছে। এই জল খাবার অনুপযুক্ত। বাচ্চারা বাড়ি থেকে খাবার জল নিয়ে আসে। এমনকি মিড-ডে মিলের রান্নার জন্য পাশের একটি বাড়ি থেকে জল আনতে হয়। বারবার প্রশাসনকে জানানো হলেও এখনো কোনও স্থায়ী সমাধান হয়নি। পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।”
অঞ্চল সভাপতি ও তৃণমূল নেতা যোগেশ্বর মাহাতো এবিষয়ে বলেন, ''বর্তমানে টিউবওয়েল থেকে ঘোলাটে জল বেরোচ্ছে। পঞ্চায়েত সমিতি থেকে তার ব্যবস্থা করা হবে। বোরিং গুলোতে কানেকশন দেওয়ার জন্য জানানো হয়েছে। এর ফলে জলের সমস্যা দূর হবে। প্রশাসনকে জানানো হলেও এখনো কোনও স্থায়ী সমাধান হয়নি।''
এবিষয়ে পাল্টা বিজেপি নেতা অঞ্জন জানা কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছেন, "এখানে স্কুল এবং অঙ্গনওয়াড়ি দুটিতেই জলের তেমন ব্যব্যস্থা নেই। কিন্তু কয়েকটা বোরিং আজ কয়েক বছর ধরে করে রেখেছে কিন্তু সেখানে পাইপ ছাড়ার মতো সরকারের কাছে পয়সা নেই। তৃণমূলের কাজ এখন শুধু নিজেদের পকেট ভরানো। সাধারণ মানুষের সমস্যা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই।"