ফের দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এখনই নিম্নচাপের থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সূত্রের খবর, বর্ষার জেরে ব্যাহত জনজীবন। বঙ্গোপসাগর থেকে উঠে আসা মেঘের অভিমুখ দক্ষিণ থেকে উত্তরমুখী হওয়ায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা হয়ে বৃষ্টিবাহী মেঘ উত্তর দিকে সরে আসছে। যার জেরে আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে, হাওড়া , হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।
আবহাওয়া দফতর জানায়, একের পর এক নিম্নচাপ এবং অক্ষরেখার সক্রিয়তার ফলে দক্ষিণবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকেই তৈরি হচ্ছে বৃষ্টিবাহী মেঘ। এছাড়াও, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টি ও দুর্যোগ চলবে বলে জানা গেছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই, ভারী বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে ব্যাহত হচ্ছে জনজীবন।