অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার , খুশিতে নাচ পুজো কমিটিদের
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপূজোর আগে রাজ্যের সমস্ত পুজো কমিটির জন্য এল বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, এ বছর প্রতি পুজো কমিটি পাবে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান, যা গত বছরের তুলনায় ২৫ হাজার টাকা বেশি। পুজো উদ্যোক্তাদের মধ্যে স্বভাবতই খুশির হাওয়া।
সূত্রের খবর, আগমনীর সুর বেজে গেছে। ইতিমধ্যেই সমস্ত পুজো কমিটির প্রস্তুতি প্রায় শেষের দিকে। আর তারই মাঝে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশাল বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি ঘোষণা করেন, "কলকাতা হোক বা জেলা সব পুজো কমিটি এ বছর সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পাবে।" তাঁর কথায়, "সকলেই ভালোভাবে পুজো করুন। তবে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বাগ্রে থাকে।"
শুধু আর্থিক অনুদানই নয়, মুখ্যমন্ত্রী আরও জানান, পুজোর সময় বিদ্যুৎ খরচের ৮০ শতাংশ সরকারের তরফ থেকে মকুব করা হবে। পাশাপাশি ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি ফিও মকুব করা হয়েছে। এর ফলে পুজো আয়োজকদের উপর চাপ অনেকটাই কমে গেছে।
পুজোর ছুটির সূচিও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২, ৩ ও ৪ অক্টোবর হবে বিসর্জন, এবং ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘বিসর্জন কার্নিভাল’। এই কার্নিভাল রাজ্যের পর্যটন ও সংস্কৃতি চর্চার একটি বড় মঞ্চ হিসেবে যা ইতিমধ্যেই জনপ্রিয়।
পুজো অনুদান নিয়ে আগে বিরোধীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুজোয় টাকা দিলে তাদের আপত্তি। আবার বলে, আমি নাকি দুর্গাপুজো করতে দিই না! এত দ্বিচারিতা আর কত?” তাঁর বক্তব্য, “এই পুজো আমাদের সবার। সরকারের দায়িত্ব, উৎসবকে সুন্দর করে গড়ে তোলা। একটুখানি আর্থিক সাহায্য পেলে যদি কারও পুজোটা আরও ভালো হয়, ক্ষতি কোথায়?”