"বাংলার ব্যাপারে নাক গলাবেন না"- হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা, এনআরসি নোটিস এইসব ইস্যুতে সরব হয়ে উঠল একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ। এনআরসি নোটিশ পাওয়া কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে পাশে নিয়ে অসম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সম্প্রতি অসমে বাঙালিদের হেনস্থা হওয়ার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে অসমের মুখ্যমন্ত্রী জানান, " কোনো ভাষার মানুষকে নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করা অনুপ্রবেশকারীদের নিয়ে।" আর সোমবার ধর্মতলায় একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা কটাক্ষ ছুড়ে দেন বিজেপির দিকে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী, যিনি সম্প্রতি এনআরসি নোটিস পেয়েছেন। তাকে সামনে দাঁড় করিয়ে বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি।
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, " অসমের বিজেপি সরকার কী অধিকারে এই রাজবংশী ভাইকে NRC নোটিস পাঠায়?" তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলা হচ্ছে, মানুষকে পুশব্যাক করা হচ্ছে। এটা অসম্মানের, এটা বাঙালির গায়ে কলঙ্ক লাগানোর চেষ্টা। বাংলার মাটি এটা মেনে নেবে না।”
অসমের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, "অসমের মুখ্যমন্ত্রী নিজে রাজ্য সামলাতে পারছেন না। অথচ বাংলার বিষয়ে নাক গলাচ্ছেন। দরকার হলে সুস্মিতা দেবকে বলবো আন্দোলন করতে, আমরা সবাই যাব। দেখব কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখেন।"
বিজেপি ভাষা, জাতিগত পরিচয় ও নাগরিকত্ব নিয়ে বিভাজনের রাজনীতি করছে। তিনি বলেন,“আমরা কারোর দয়ায় বাঁচি না। বাংলার মানুষ নিজের অধিকারের জন্য লড়াই করতে জানে। আমি একবার ধরলে ছাড়ি না।"