মদ্যপান অতীত, কাঁঠাল খেয়ে ড্রাইভিংয়েও বিপদ, পুলিশি খপ্পরে পড়তে পারেন গাড়িচালক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কখনও ভেবেছেন যে কাঁঠাল খেয়ে গাড়ি চালালে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন? মানে এই বিপদ সেই বিপদ নয়, আসলে পুলিশের খপ্পরে পরতে পারেন। এতদিন মদ্যপান করা অবস্থায় গাড়ি চালালে বিপদে পড়তেন চালক। এবার কাঁঠাল খেলেও এই সম্ভাবনা রয়েছে। এমনকি কাঁঠাল নাকি মদ্যপানের সমসাময়িক।
সূত্রের খবর, কেরালায় কাঁঠাল খেয়ে বাস চালানোয় ৩ চালককে আটক করে পুলিশ। 'মদ্যক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন’ সন্দেহে আটক করা হয় তাদের। গ্রেফতার করা হয় তাদের। চালকরা স্তম্ভিত হয়ে দাবি করেন তারা কাঁঠাল খেয়েছেন, মদ্যপান করেননি। তবে তাদের মদ্যপান করার অভিযোগেই আটক করা হয়। পুলিশকর্মীরা তখন তাদের ‘ব্রেথ অ্যানালাইজার’ যন্ত্রে ফুঁ দিতে বলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রটি ইঙ্গিত দেয় যে চালকেরা মদ্যপান করেছেন। কেরালা তিন বাসচালক মদ্যপান না করা সত্ত্বেও যন্ত্রটি ইঙ্গিত দিচ্ছিল যে তারা মদ্যপান করেছেন। বাসচালকেরা বুঝতে পারছিলেন না যে কী ভাবে এটা সম্ভব হচ্ছে।
তখন তারা পুলিশকর্মীদের জানান দুপুরে কাঁঠাল খেয়েছিলেন, মদ্যপান করেননি। তখন অন্য এক গাড়ির চালক যিনি ব্রেথ অ্যানালাইজারের পরীক্ষায় পাশ করেছেন তাকে কাঁঠাল খাওয়ানো হয়। এরপর পরীক্ষা করতেই দেখা যায় ব্রেথ অ্যানালইজার যন্ত্র তাকেও ‘মাতাল’ বলে ইঙ্গিত করছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে আর উপায় ছিল না। আসলে পুলিশকর্মীদের কাছেও এই ব্যাপার ছিল আশ্চর্যজনক। আসল বিষয়টি প্রকাশ্যে আসার পর তিন চালককে ছেড়ে দেওয়া হয়। অবাক হয়েছিলেন পুলিশ কর্মীরাও।
কাঁঠালের মধ্যে শকর্রা বা চিনির পরিমাণ বেশি থাকে। শর্করা বা চিনির পরিমাণ বেশি থাকায় অনেক সময় এটি প্রাকৃতিক গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। কাঁঠালের মধ্যে যে প্রাকৃতিক চিনি বা ফ্রুকটোজ়-গ্লুকোজ় রয়েছে, ফার্মেন্টেশনের মাধ্যমে তা ইথানলে রূপান্তরিত হয়। যখন কাঁঠাল খুব বেশি পেকে যায় কিংবা সঠিক ভাবে সংরক্ষণ করা হয় না, তখনই এমন ঘটনা ঘটে। সেই কাঁঠাল খেয়ে যদি ব্রেথ অ্যানালাইজারে কারও শ্বাস পরীক্ষা করা হয়, তখন সেটি কাঁঠালে থাকা গাঁজানো শর্করাকে অ্যালকোহল হিসাবে চিহ্নিত করে।
ঘটনাটি কেরালায় ঘটার পরেও বহু মানুষের কাছে এই তথ্য অজানা। প্রায়ই গাড়ি চালাতে চালাতে কিছু না কিছু খেয়ে থাকেন চালকেরা। তালিকায় থাকে ফলও। তবে এমন কাঁঠাল খেলে পুলিশের হাত থেকে আপনি বাঁচবেন প্রমাণ স্বরূপ। আবার অনেকে মদ্যপান করলেও সেটিকে কাঁঠাল বলতে পারেন। তাই আপনার সঙ্গে এমন কেউ যদি থাকে যিনি মদ্যপান করেননি অথবা কাঁঠাল খাননি তবেই আপনি রেহাই পাবেন। যদি আপনি কাঁঠাল খেয়ে ধরা পড়েন তবেই। তাই সাবধান থাকুন, যেকোনো মানুষের সঙ্গেই এই ঘটনা ঘটতে পারে। তাই কাঁঠাল খেয়ে ও মদ্যপান করে গাড়ি না চালানোই ভাল। আর মদ্যপান করে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের মত বিপদের সম্মুখীনও হতে পারেন আপনি।