ডুরান্ড কাপ, ফের লিস্টন যাদু, বিএসএফের বিরুদ্ধে বাজিমাত মোহনবাগানের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দুই দল মিলিয়ে ১২ গোল হজম করল বিএসএফ। দু'দিন আগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ৮ গোল খাওয়ায় পর সোমবার বাগাননের কাছে ৪ গোলে পরাস্ত হয়েছে বিএসএফ। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেছেন লিস্টন কোলাসো।
খেলা শুরুর প্রথম মিনিটেই মোহনবাগান ফুটবলারদের ভুল পাস পেয়ে গিয়েছিলেন বিএসএফের ফুটবলার কিশোরী। তিনি গোল লক্ষ্য করে শট নিলেও তাতে জোর না থাকায় বাঁচিয়ে দেন বিশাল কাইথ। এরপরেও একবার গোল করতে ব্যার্থ হন কিশোরী। প্রথমার্ধের ২৪ মিনিটে গোল করেন মনবীর সিংহ। বাঁ দিক থেকে রোশনের ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান লিস্টন। সাহাল সামাদের সঙ্গে পাস খেলে পৌঁছে যান বক্সে। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণ করে নিচু শট নেন লিস্টন। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে একাই বিএসএফের বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েন লিস্টন। বিপক্ষের একাধিক ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় বাঁ-দিক থেকে বিএসএফের বক্সে ঢুকে পড়েন সাহাল। বিপক্ষের গোলরক্ষক এগিয়ে আসায় তাঁকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। শেষ মুহূর্তে গোললাইন সেভ করেন বিএসএফের এক ফুটবলার। সঙ্গে সঙ্গে আপত্তি জানায় বাগান শিবির। তাদের দাবি বল গোললাইন পার করে গিয়েছে। তাতে সম্মত হয়ে লাইন্সম্যান গোলের ইঙ্গিত করেন। ৭৮ মিনিটে হ্যাট্রিকের সুযোগ থাকলেও সেই বল কাজে লাগাতে পারেননি লিস্টন।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দুই দল মিলিয়ে ১২ গোল হজম করল বিএসএফ। দু'দিন আগে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ৮ গোল খাওয়ায় পর সোমবার বাগাননের কাছে ৪ গোলে পরাস্ত হয়েছে বিএসএফ। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেছেন লিস্টন কোলাসো।
খেলা শুরুর প্রথম মিনিটেই মোহনবাগান ফুটবলারদের ভুল পাস পেয়ে গিয়েছিলেন বিএসএফের ফুটবলার কিশোরী। তিনি গোল লক্ষ্য করে শট নিলেও তাতে জোর না থাকায় বাঁচিয়ে দেন বিশাল কাইথ। এরপরেও একবার গোল করতে ব্যার্থ হন কিশোরী। প্রথমার্ধের ২৪ মিনিটে গোল করেন মনবীর সিংহ। বাঁ দিক থেকে রোশনের ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান লিস্টন। সাহাল সামাদের সঙ্গে পাস খেলে পৌঁছে যান বক্সে। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণ করে নিচু শট নেন লিস্টন। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে একাই বিএসএফের বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েন লিস্টন। বিপক্ষের একাধিক ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় বাঁ-দিক থেকে বিএসএফের বক্সে ঢুকে পড়েন সাহাল। বিপক্ষের গোলরক্ষক এগিয়ে আসায় তাঁকে কাটিয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। শেষ মুহূর্তে গোললাইন সেভ করেন বিএসএফের এক ফুটবলার। সঙ্গে সঙ্গে আপত্তি জানায় বাগান শিবির। তাদের দাবি বল গোললাইন পার করে গিয়েছে। তাতে সম্মত হয়ে লাইন্সম্যান গোলের ইঙ্গিত করেন। ৭৮ মিনিটে হ্যাট্রিকের সুযোগ থাকলেও সেই বল কাজে লাগাতে পারেননি লিস্টন।