২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে BLO প্রশিক্ষণ শুরু করল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম। শনিবার নজরুল মঞ্চে বিভিন্ন জেলার বিএলওদের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে শুরু হল কমিশনের প্রাথমিক প্রস্তুতি।
সূত্রের খবর, শনিবার কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা উত্তর, নাদিয়া ও মুর্শিদাবাদ জেলা মিলিয়ে মোট ৯৭০ জন AERO, সুপারভাইজার ও বিএলওকে প্রশিক্ষন দেওয়া। চারটি সেশনে ভাগ করে তাদের সংবিধান, নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান প্রদান করা হয়। বর্তমানে রাজ্যে প্রায় ৮১ হাজার বিএলও রয়েছেন, তবে প্রশিক্ষণে জানানো হয়েছে আরও ১৪ হাজার নতুন নিয়োগ করা হবে খুব শীঘ্রই।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এ প্রশিক্ষণ একটি নিয়মিত প্রক্রিয়ার অঙ্গ। তবে এই বছর পরিস্থিতি ভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের পরিবর্তে সরাসরি নিযুক্ত বিএলওদের মাধ্যমেই ভোটের কাজ পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ফলে বহু নতুন বিএলও নিযুক্ত হয়েছেন এবং তাঁদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটিকে সম্পূর্ণভাবে রুটিন কার্যক্রম বলা হলেও। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টিকে দেখছে ভিন্ন চোখে। তাঁদের অভিযোগ, 'বিহারে যেভাবে এনআরসি ধাঁচের বিশেষ অভিযান চালিয়ে ভোটার তালিকা সংশোধনের নামে হেনস্তা করা হচ্ছে, সেই রকম কিছু বাংলাতেও ঘটতে পারে।'