বর্ষা কাটিয়ে অবশেষে স্বস্তির রোদ, উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টির পর অবশেষে স্বস্তির রোদ দক্ষিণবঙ্গে। আজ থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির দাপট কমবে, সাথে দেখা মিলতে পারে রোদেরও।
সূত্রের খবর, টানা বেশ কয়েকদিন বৃষ্টির জেরে কার্যত নাজেহাল জনজীবন। শহরতলির বিভিন্ন রাস্তায় জল জমে যান চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পক্ষ থেকে অবশেষে মিলল সুখবর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে একটি স্থল নিম্নচাপ মালদহের উপর অবস্থান করছে। এর প্রভাবে মূলত উত্তর ও মধ্য বঙ্গেই বৃষ্টির প্রবণতা থাকবে বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে মালদহ ও সংলগ্ন মধ্য বঙ্গের কিছু অংশে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। ২ আগস্ট থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
সেই সঙ্গে দক্ষিণবঙ্গে এখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা জনজীবনে সেরম একটা প্রভাব ফেলবে না বললেই জানাচ্ছে হাওয়া অফিস। শহর কলকাতায় আংশিক রোদের দেখা মিলতে পারে বলে আশ্বাস মিলেছে। টানা বর্ষণে বিঘ্নিত হয়েছিল জনজীবন, ভোগান্তিতে পড়েছিলেন শহরবাসী। তবে আগস্টের শুরুতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নিঃসন্দেহে স্বস্তির বার্তা।