'আগে জয় শ্রী রাম বলুন , তারপর জয় বাংলা বলবো', অভিষেককে জবাব শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গতকাল উত্তরকন্যা অভিযানের পর আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিমানবন্দর থেকে ফের শাসক দলকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর , গতকাল ২১ শে জুলাইয়ের কর্মসূচির পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করেন। আর তার এই কর্মসূচির পর আজ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রওনা হওয়ার আগে তিনি ফের একগুচ্ছ রাজনৈতিক মন্তব্য করেন। আর তার করা মন্তব্য ফের উত্তপ্ত করে রাজ্য রাজনীতি। গতকাল ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপাইক নিশানা করে বলেন ,'২৬ এ এদের দিয়ে জয় বাংলা বলাবো।' আর তারই পাল্টা জবাবে আজ শুভেন্দু অধিকারী বলেন, "জয় বাংলা বললে ওকে দিয়ে জয় শ্রীরামও বলাবো।"
তৃণমূলের কর্মসূচির দিনেই বিজেপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন , " অন্য দলের কর্মসূচিকে বিরক্ত না করে নিজেদের মতন কর্মসূচি করলেই হয়। সারা রাজ্যে এত জেলা সেখানে কর্মসূচি করুক। বিজেপি তো ৬০০ কিলোমিটার দূরে গিয়ে কর্মসূচি করেছে। অন্য দলকে বিরক্ত না করেই আমরা আমাদের কর্মসূচি করেছি।" তিনি আরও বলেন, " জ্যোতিবাবু বা বুদ্ধদেব বাবুর সময় ওনাকে কোনো কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়নি। কিন্তু আমাকে ৮৭ বার হাইকোর্টে যেতে হয়েছে , আর ৬ মাস আছে এর মধ্যে আরও ১৪ বার যেতে হবে।"
মমতার ভাষা আন্দোলনের মন্তব্যের পাল্টা কটাক্ষ করে শুভেন্দু বলেন, " বাংলা ভাষাকে রক্ষা করার উনি কে ? ওনাকে কে এই অধিকার দিয়েছে। যেদিন প্রণব মুখার্জীকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা মুখ্যমন্ত্রী করেন। আর আজ উনি যেই দলের বিরোধিতা করছেন সেই দলও বাঙালি প্রতিষ্ঠা করেছেন।"
রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, " ভারতীয় মুসলিম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর কোনো প্রকল্প থেকে কোনো ভারতীয় বাদ যায়না। আমাদের সমস্যা যারা কাঁটাতার পেরিয়ে বার্মার রোহিঙ্গারা এই দেশের নাগরিক হয়েছে তাদের নিয়ে। আমরা চাই এসআইআরের মাধ্যমে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় হোক।"