প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের , রাগে ফুঁসছে ইসরায়েল - আমেরিকা
নিজস্ব প্রতিনিধি , জেরুজালেম - গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষিতে ইতিহাস গড়তে চলেছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্যালেস্টাইনকে পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর তার এই ঘোষণায় বিশ্বমঞ্চে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে এক বিশদ পোস্টে বলেন, ' গাজার যুদ্ধ এখনই থামাতে হবে। আমজনতার জীবন রক্ষা করতে হবে।' তিনি মনে করেন, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে, গাজায় শান্তি ফিরবে এবং মানুষজনের উপর থেকে যুদ্ধের বোঝা কিছুটা হলেও কমবে।
২০২৩ সালে হামাসের ইজরায়েল আক্রমণের সময় ম্যাক্রোঁ সরাসরি তেল আভিভের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই হামলার তীব্র নিন্দা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইজরায়েলি আগ্রাসনের মাত্রা দেখে স্পষ্টভাবে বিরক্ত হন তিনি। গাজায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যু, মানবিক সংকট ও চিকিৎসা ও ত্রাণের অভাব সব মিলিয়ে এবার তিনি স্পষ্ট অবস্থান নিলেন।
ম্যাক্রোঁর বক্তব্য, ' হামাসকে নিরস্ত্র করাও জরুরি, তবে তার থেকেও বেশি জরুরি হলো গাজার জনগণের বাঁচার অধিকার নিশ্চিত করা। আর সেই লক্ষ্যে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।'
এই ঘোষণার পরে ইজরায়েল ও আমেরিকা তীব্র প্রতিক্রিয়া জানায়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, 'এটি গাজায় আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি তৈরি করবে, যা ইজরায়েলকে ধ্বংস করার লঞ্চ প্যাড হয়ে উঠবে।'
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেন, ' ম্যাক্রোঁর পদক্ষেপ একটি বেপরোয়া সিদ্ধান্ত, যা কেবল হামাসের প্রচারণাকে উৎসাহিত করবে এবং শান্তি প্রচেষ্টাকে পিছিয়ে দেবে।'