image

মাথার চুল দাঁড়িয়ে যাচ্ছে মৃত্যুর ঠিক এক ধাপ আগে আপনি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - 
মাথার চুল দাঁড়িয়ে যাচ্ছে? মৃত্যুর ঠিক এক ধাপ আগে আপনি!
শুনে গা ছমছম করছে? বিজ্ঞান কিন্তু বলছে, এটা নিছক শরীরের প্রতিক্রিয়া নয়,বরং প্রকৃতির দেওয়া একটি চূড়ান্ত সতর্কবার্তা। বজ্রপাতের আগমুহূর্তে, যখন চারপাশে বিদ্যুৎ জমা হয়, তখন শরীরে তীব্র স্ট্যাটিক চার্জের কারণে মাথার চুল হঠাৎ দাঁড়িয়ে যেতে পারে। আর সেই মুহূর্তেই আপনি হয়তো বজ্রপাতের সরাসরি লক্ষ্যে।

শহরে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনাও ক্রমশ বাড়ছে। আর ঠিক সেই সময়েই যদি আপনার মাথার চুল হঠাৎ দাঁড়িয়ে যায় বা শরীরে হালকা চমক অনুভব করেন,তবে ভুলেও ভাববেন না এটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট। বরং বিজ্ঞান বলছে, এটি হতে পারে বজ্রপাতের মুহূর্ত আগে প্রকৃতির দেওয়া শেষ সতর্কতা।

National Weather Service (NWS), USA এবং বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা জানিয়েছে, মাথার চুল হঠাৎ দাঁড়িয়ে যাওয়া আসলে বাতাসে তীব্র বৈদ্যুতিক চার্জের উপস্থিতির ফল। বৈজ্ঞানিকভাবে একে বলে “স্ট্যাটিক ইলেকট্রিসিটি”,যা বজ্রপাতের ঠিক আগেই দেখা দেয়। অনেকে না বুঝে সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকেন, যার ফল মারাত্মক দুর্ঘটনা হতে পারে।

আবহাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যায় জানা গেছে, বজ্রপাতের ঠিক আগে আকাশ ও মাটির মধ্যে তীব্র বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। এই চার্জ যখন শরীরের সংস্পর্শে আসে, তখনই মাথার লোমকূপের চুল দাঁড়িয়ে যেতে পারে বা ত্বকে চুলকানি ও হালকা চমক অনুভূত হয়। এই সময় কেউ যদি খোলা জায়গায় থাকেন, তাহলে বজ্রপাতের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
বিশেষজ্ঞদের মতে, এমন সংকেত দেখলে সাথে সাথে সেখান থেকে সরে যেতে হবে এবং সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে,যেমন, কোনো পাকা ঘরের ভিতর অথবা ধাতব ছাদযুক্ত গাড়ির মধ্যে।

National Weather Service-এর মতে, এই মুহূর্তে "আপনি প্রকৃতির সামনে দাঁড়িয়ে আছেন এবং বজ্রপাত ঠিক আপনার দিকেই এগোচ্ছে",এমন অবস্থায় দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো।

কী করবেন এই সময়?

কোনো উঁচু গাছ বা খোলা মাঠে থাকলে দ্রুত সরে যান।

পানির মধ্যে থাকলে বা ভেজা শরীরে থাকলে, অবিলম্বে নিরাপদ স্থানে যান।

মাথা নিচু করে বসে পড়া বা মাটিতে লেগে থাকা বিপজ্জনক,এটা কখনও করবেন না।

বজ্রপাত বন্ধ হয়ে গেলেও অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে তবেই বাইরে আসুন।

প্রকৃতি সবসময় আমাদের আগাম সংকেত দেয়, শুধু প্রয়োজন সেই সংকেতকে চিনে নেওয়ার। তাই যদি কখনও বৃষ্টির মধ্যে হঠাৎ মাথার চুল দাঁড়িয়ে যেতে দেখেন, তবে বুঝে নিন,এটা কোনও সৌন্দর্যের প্রতিফলন নয়, বরং প্রাণঘাতী বজ্রপাতের একেবারে শেষ মুহূর্তের বার্তা। বাঁচতে হলে সচেতন হোন, বিজ্ঞানকে বিশ্বাস করুন এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিন।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.