হরমনপ্রীতের শতরান, ক্রান্তির দুরন্ত স্পেল, ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
নিজস্ব প্রতিনিধি, লন্ডন - ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন ভারতের মেয়েরা। শেষ ম্যাচে লড়াকু জয় পেয়েছে হরমনপ্রীত কৌরের দল। ১৩ রানে ব্রিটিশ মাটিতে সিরিজ জয় ভারতের। নেপথ্যে অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ক্রান্তি গৌদ।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১৮ রান করে ভারতীয় দল। দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা দলের হয়ে ভাল শুরু করেন। ৪৫ রানে সাজঘরে ফেরেন মন্ধানা। অন্যদিকে ২৬ রান করেন প্রতিকা। এরপর হার্লিন দেওল করেছেন ৪৫ রান। ধীরগতিতে উইকেট ধরে রেখে খেললেও অর্ধ শতরানের কাছে গিয়েও ব্যর্থ হন হার্লিন।
এরপরেই পিচে আসেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দুরন্ত অর্ধ শতরান করেছেন তিনি। ৮৪ বলে রীতিমত মারকুটে শতরান করেন ভারতীয় অধিনায়ক। ১৪টি চার দিয়ে সাজিয়েছিলেন তার ইনিংস। জেমাইমা রদ্রিগেজ অর্ধ শতরান করেন। শেষে রিচা ঘোষ ১৮ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।
জবাবে ব্যাট করতে নেমে কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে আয়োজক দলকে। দুই ওপেনার ব্যর্থ হওয়ায় এম্মা ল্যাম্ব করেন ৬৮ রান। অন্যদিকে ৯৮ রানে ন্যাট স্কাইভারের উইকেট ঝুলিতে ভরেন দীপ্তি শর্মা। সোফিয়া ডাঙ্কলি ৩৪, ডেভিডসন রিচার্ডস ৪৪ করেন। শার্লট ডিন করেছেন ২১ রান। শেষের দিকের ব্যাটাররা খুচরো রান যোগ করলেও কম হয় ১৩ রান। যেই রানেই শেষমেষ হার স্বীকার করল ইংল্যান্ড।
দলের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্রান্তি গৌদ। ইংল্যান্ডের ৬ ব্যাটারের উইকেট নিয়েছেন তিনি। এমি জোন্স, ডেভিডসন রিচার্ডস, শার্লট ডিন, লরেন ফিলার, তামসিন বেমন্ট, লরেন বেল, এই ছয় জনকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন তিনি। এছাড়াও মূল্যবান ২টি উইকেট নেন শ্রী চরণী। বলাবাহুল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন দীপ্তি শর্মা। স্কাইভার ব্রান্ট সাজঘরে না ফিরলে হয়তো অনেক আগেই ম্যাচ হারতে পারত ভারত।