বাঙালিদের হেনস্তা নিয়ে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের, তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার বাইরে বাংলাভাষী মানুষের উপর হেনস্তার অভিযোগ এবার পৌঁছাল আন্তর্জাতিক স্তরে। এবার নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে।
সূত্রের খবর, বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এমনকি আগামী ২৭ তারিখ থেকে ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি। আর এবার এই বিষয় নিয়ে বিজেপিকে তোপ দাগলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসবাসকারী বাংলাভাষী মানুষদের "অবৈধ অনুপ্রবেশকারী" তকমা দিয়ে হেনস্তা, আটক এবং ফেরত পাঠানোর ঘটনা বাড়ছে।
তাদের রির্পোট উল্লেখ রয়েছে, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ ও ওড়িশা এই ছয়টি রাজ্যে সবচেয়ে বেশি নির্যাতনের অভিযোগ উঠেছে। বিজেপি সরকার বাংলাভাষী মানুষদের দেশছাড়া করার ষড়যন্ত্র করছে। অবৈধ অনুপ্রবেশকারী বলে যেকোনও মানুষকে ভয় দেখানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে।
এই রিপোর্ট সামনে আসতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে শেয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ' বাঙালিদের উপর যে অন্যায় হচ্ছে, তা শুধু রাজ্য নয়, এবার আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পেল। এটা ভারতের জন্য খুব লজ্জার! বাংলার সরকার এই অন্যায়ের প্রতিবাদ করেছে, আজ সেই প্রতিবাদকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এবার এই অন্যায় বন্ধ হোক। দেশের নাগরিকদের মধ্যে ভাষাভিত্তিক বৈষম্য বন্ধ করতে হবে।'