' আমি তো জানিই না', রুশ তেল নিয়ে ভারতের পাল্টা যুক্তিতে ভ্যাবাচ্যাকা ট্রাম্প
নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - রাশিয়ার কাছ থেকে তেল আমদানি নিয়ে ফের উত্তাল হয়ে উঠল ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ক। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে সরাসরি কাঠগোড়ায় তুলেছে মার্কিন প্রেসিডেন্ট। পালটা জবাবে ভারত জানিয়ে দিল, আমেরিকা এবং ইউরোপের দেশগুলিই বরং রাশিয়ার পণ্য আমদানিতে শীর্ষে।
সূত্রের খবর, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার শাস্তি স্বরূপ ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, গতকাল হুঁশিয়ারিও দিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, 'ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে। তারা বাণিজ্যের দিক থেকে ভালো পার্টনার নয়। তাই ভারতের উপর শুল্ক আরোপ করেছিলাম। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও বাড়ানো হবে।'
এই মন্তব্যের পরই পালটা কূটনৈতিক জবাব দেয় নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রক থেকে জানানো হয়, ' আমেরিকা ও ইউরোপের দেশগুলি নিজেরাই রাশিয়া থেকে বিপুল পণ্য আমদানি করে থাকে। শুধু তেল নয় সার, ইউরেনিয়াম, খনিজ, লোহা-ইস্পাত, রাসায়নিক ও অন্যান্য বহু গুরুত্বপূর্ণ জিনিস রাশিয়া থেকেই আসে। বৈদ্যুতিন গাড়ির শিল্পে ব্যবহৃত প্যালাডিয়াম পর্যন্ত আমদানি করে তারা।'
ভারতের এই বিবৃতির পর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। ট্রাম্প বলেন, 'বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরে যোগাযোগ করবো।' তার এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, ভারতের কূটনৈতিক জবাব আমেরিকাকে চাপে ফেলেছে।