অবিশ্বাস্য ঘটনা, আকাশ থেকে উড়ে এল মাছ, নিমেষে জ্বলেপুড়ে চাই ঝোপঝাড়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ঘটনাটি শুনলে সত্যিই অবিশ্বাস্য মনে হবে। কারণ প্রাথমিক বিশ্লেষণে শোনার পর মনে হবে কোনোভাবেই এই ঘটনা সত্যি হতে পারে না। যদি আপনাকে বলি, আকাশ থেকে উড়ে আসা মাছের জন্য জ্বলে উঠল ঝোপঝাড়, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস তো দূর, আপনি এর মানেই খুঁজে বার করতে পারবেন না। তবে ঘটনাটি ঠিক এমনই। আসুন জেনে নি ঠিক কি এর রহস্য।
ঘটনার শুরু একটি বক পাখি নিয়ে। নদী থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মাছ ধরে আকাশে উড়ে যায় ওই বক পাখি। তবে শেষ অবধি ধরে রাখতে পারেননি। মুখ থেকে ছিটকে মাছ পরে যায় মাটিতে। এবার দাঁড়ান, এখানেই ঘটেছে গোলমাল। আকাশ থেকে মাটিতে পড়ার মাঝের ঘটনাই আপনাকে অবাক করবে।
ওপর থেকে নিচে পড়ার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে ওই মাছ। সঙ্গেসঙ্গে তার থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে। ওই আগুনের টুকরো ছিটকে গিয়ে পরে একটি শুকনো ঘাসের ওপর। ঘাসে আগুনের টুকরো পরার সঙ্গেসঙ্গে সেই আগুন বিরাট আকার ধারণ করে। বেশকিছুটা জায়গায় আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে যায় অনেক গাছের ডালপালা, শুকনো ঘাস। অর্ধেক হেক্টর জমিতে ছড়িয়ে পরে সেই আগুন।
শুধু তাই নয়, এমন বিরাট আকারে আগুন ছড়িয়ে পরে যে বৈদ্যুতিক সরবরাহের লাইনে তার প্রভাব বিস্তার করে। ব্যাস এখানেও সমস্যা। এমন কান্ড ঘটায় গোটা এলাকায় লোডশেডিং হয়ে যায়। চারিদিক নিমেষের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে পরে। আর অন্যদিকে যার জন্য এতকিছু সেই কাঁচা মাছ পোড়া মাছে পরিণত হয়।
এই পুরো ঘটনাটা যে এত সামান্য বিষয়ের জন্য হতে পারে আপনি কখনও কল্পনা করতে পারবেন? না পারবেন না। দোষটা আসলে কার? এই প্রশ্ন করাও বৃথা। কারণ দোষ হয়তো প্রকৃতির অথবা ভাগ্যের। মাছের পরিণতি যা হওয়ার তাই হল। মাঝখান থেকে বিপদে পড়লেন স্থানীয় বাসিন্দারা। জ্বলে উঠল আগুন, অন্ধকার হল এলাকা। সত্যিই অবিশ্বাস্য।