চাকরিহারাদের দিল্লিতে বিক্ষোভ অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে শুরু বিচার আন্দোলন
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক - শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে তাদের চাকরি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ। এবার নিজেদের অধিকার রক্ষায় দিল্লির রামলীলা ময়দানে শুরু হল অবস্থান বিক্ষোভ।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব শিক্ষক সমাজ। রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনার পরেও কোনো সদুত্তর মেলেনি। অবশেষে, ২৩ জুলাই থেকে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান শুরু করেছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। একইসঙ্গে, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি হারা শিক্ষাকর্মীরাও এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
গতকাল থেকে আজ পর্যন্ত তারা একইরকম ভাবে রামলীলা ময়দানে বিক্ষোভে অবস্থানরত। এরপর যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। চাকরি হারানোর যন্ত্রণা, তার উপর অনিশ্চিত ভবিষ্যৎ এই দুই মিলে শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
আর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ' মুখ্যমন্ত্রী যে এত বাংলা ভাষা বাঙালিদের নিয়ে সোচ্চার হয়েছেন। আর যারা চাকরি হারিয়েছেন তারা তো বাংলাতেই পড়াতেন। ১০ বছর পড়ানোর পর চাকরি হারিয়ে আবার নতুন করে পরীক্ষায় বসলাম কোনভাবেই সম্ভব না। একটা প্রতিষ্ঠানের দুর্নীতির জন্য এদের ভুগতে হচ্ছে।'
তিনি আরও বলেন, ' আদালতের রায়ে আমার মনে হয় আবারও বিবেচনা করে দেখা দরকার। কারণ মানুষের জন্য আদালত তৈরি হয়েছে আদালতের জন্য মানুষ না। যোগ্য - অযোগ্য কোনো টাই সঠিকভাবে চিহ্নিত করছে না। অথচ অযোগ্যদের পক্ষে লড়ে যাচ্ছে রাজ্য সরকার।'