ভোট কারচুপির প্রমাণ চেয়ে রাহুলকে চিঠি কর্ণাটকের নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিজেপির সঙ্গে মিলে ভোট কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। আর এবার সেই অভিযোগের প্রমাণ চাইলো কর্নাটক নির্বাচন কমিশন।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা এলাকায় ভোট জালিয়াতি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি ভোটার শকুন রানির নাম তুলে বলেন, তিনি নাকি দুবার ভোট দিয়েছেন। তবে কমিশন এই দাবি খারিজ করে জানিয়েছে, শকুন রানি নিজেই বলেছেন যে তিনি একবারই ভোট দিয়েছেন।
কর্নাটকের নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাহুল একটি ভোটার কার্ডের ছবিতে দুবার টিক মার্ক দেখিয়ে দাবি করেছিলেন সেটি পোল অফিসারের চিহ্ন, যা আসলে সঠিক নয়। তাই কমিশনের চিঠিতে অনুরোধ করা হয়েছে, রাহুল যে নথি বা প্রমাণের ভিত্তিতে এই দাবি করেছেন, তা যেন দ্রুত সরবরাহ করেন, যাতে তদন্ত শুরু করা যায়।
রাহুলের অভিযোগ, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল ৬ লক্ষ ২৬ হাজার ভোট, আর বিজেপি পেয়েছিল ৬ হাজার ৫৮ হাজার ভোট। ব্যবধান ছিল প্রায় ৩২ হাজার ভোটের। কিন্তু মহাদেবপুরা আসনে ১ লক্ষ ২৫০টি ভুয়ো ভোটার তৈরি করে বিজেপিকে জেতানো হয়েছে।