২৯ শে জুলাই অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি, বাম ছাত্র সংগঠনের তরফে
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হলেও শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। নির্দিষ্ট পঠন পাঠন কবে দিয়ে শুরু হবে তার কোন সদউত্তর দিতে পারছে না রাজ্য সরকার। এই সংক্রান্ত দাবি নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলল এসএফআই সহ পাঁচটি বামপন্থী ছাত্র সংগঠন।
এদিন এসএফআইয়ের রাজ্য সম্পাদক বলেন, "এখনও পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হলেও ক্লাস কবে শুরু হবে তার ঠিক নেই। এর ফলে একাধিক ছেলে মেয়ে বেসরকারি পঠন-পাঠনের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্য সরকার প্ল্যান করে তাদের বেসরকারি মুখী করে তুলছে।"
ওবিসি সংক্রান্ত মামলায় এখনো পর্যন্ত কোন সমাধান বের করতে পারেনি রাজ্য সরকার। এই প্রসঙ্গে দেবাঞ্জন দে বলেন, "ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের বেনিয়মের জন্য সংবিধান স্বীকৃত যে ছেলে-মেয়েদের বাড়তি সুযোগ-সুবিধা পাওয়া উচিত সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। রাজ্য সরকার সঠিক হস্তক্ষেপ করুক।"
দীর্ঘদিন পেরিয়ে গেলেও যেই WBJE রেজাল্ট এখনো পর্যন্ত বের করেনি রাজ্য সরকার। এই প্রসঙ্গে তিনি বলেন, "৯০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সরকার রেজাল্ট বের করেনি। শিক্ষা দফতর ঘুমোচ্ছে। ফলে প্রচুর পরিমাণে ছেলে-মেয়ে বাইরে বেশি টাকা দিয়ে পড়তে বাধ্য হচ্ছে। রাজ্য সরকারের এই অবহেলার ফলে হয় ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হচ্ছে নইলে পরিযায়ী ছাত্র হচ্ছে।"
আইশার রাজ্য সভাপতি রিতম মাঝি বলেন, "রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানকে বেসরকারি করন প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা ছিল ছাত্র সংসদ। সেই ছাত্র সংসদকে সুপরিকল্পিত ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন পলিসি প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য সরকার এই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর উপর প্ল্যান করে আঘাত আনছে।"এদিন পাঁচটি বাম ছাত্র সংগঠনের তরফে ২৯ তারিখ অর্থাৎ আগামীকাল অবস্থান বিক্ষোভেরও ডাক দেওয়া হয়।