'মমতা মৃত ভোটারের ভরসায় থাকে', বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওড়িশার অগ্নিদগ্ধ কিশোরীর মৃত্যু, বাংলার ভোটার তালিকা বিতর্ক ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে দমদমে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তিনি।
সূত্রের খবর, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে SIR , ভোটার তালিকা সহ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য বিতর্ক তুঙ্গে। আর এই ইস্যু গুলোকে কেন্দ্র করে ফের একবার সম্মুখ সমরে শাসক - বিরোধী। ওড়িশায় অগ্নিদগ্ধ কিশোরীর আজ মৃত্যু ঘটে, আর এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বিজেপি সরকারকে বারবার দায়ী করছে। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, 'প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দোষীরা নিশ্চিত ভাবে শাস্তি পাবে। তৃণমূলের যেখানে নিজেদের ছাত্র ইউনিয়নের মেয়ে ধর্ষিতা হচ্ছে সেখানে তাদের মুখে এই কথা মানায় না।'
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, '২০০২ সালেও SIR হয়েছিল তখনও ২০ লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো কেউ কিছু বলেনি তাহলে এখন তৃণমূলের এত নাচানাচি কেন। বাংলার কোনো মানুষ তো বাদ যাচ্ছে না তালিকা থেকে। যারা বাংলাদেশি উদ্বাস্তু তাদের নাম বাদ যাবে।'
ধর্মীয় বিভাজনের প্রসঙ্গেও তিনি সরব হন। বলেন, 'ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি হয়না। উন্নয়ন হয় শিক্ষায়। তার জন্য লেখাপড়া দরকার। আজ কতজন মুসলিম ছাত্র IIT-তে চান্স পেয়েছে, সেটা দেখা জরুরি।'
তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ভোটারদের নাম ব্যবহার করে ভোটে জেতে। ভোটের সময় মহালয়ার মতন সব মৃত মানুষেরা ফিরে এসে ভোট দিয়ে যায়।' সেই সঙ্গে তিনি আমাদের পাড়া আমাদের সমাধানকে কটাক্ষ করে বলেন, ' তৃণমূলের নেতারা ও চোরেরা পাড়ায় যাবে, তাঁদের থেকে দূরে থাকুন।'