ভোটার হয়েও বাংলাদেশি, এনআরসির নোটিশ এবার তুফানগঞ্জের মোমিনা বিবিকে
নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - উত্তমকুমার ব্রজবাসী , অঞ্জলী শীলের পর এবার এনআরসি নোটিস পেলেন তুফানগঞ্জের মোমিনা বিবি। অসম ফরেন ট্রাইব্যুনালের তরফে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ হাতে পেয়ে আতঙ্কিত ৫৮ বছরের মোমিনা।
সূত্রের খবর, রাজ্য জুড়ে যখন এনআরসি ইস্যুকে নিয়ে সরব শাসক দল। তারই মাঝে ফের এনআরসির নোটিশ গেল তুফানগঞ্জের মোমিনা বিবি। বুধবার পুলিশের একটি দল কোচবিহারের তুফানগঞ্জের এক বাড়িতে গিয়ে এনআরসি সংক্রান্ত নোটিশ দিয়ে আসে। নোটিশে বলা হয়েছে, আগামী মাসে অসমের ধুবড়িতে উপস্থিত হতে হবে মোমিনা বিবিকে, সঙ্গে নিয়ে যেতে হবে তাঁর সব নাগরিকত্বের নথিপত্র। এই নির্দেশ পেয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি।
জানা গেছে , তার জন্ম ও বিয়ে অসমে হলেও বহু বছর আগে স্বামীর সঙ্গে কোচবিহারে চলে আসেন মোমিনা। স্বামী এখানে জমি কিনে বাড়ি তৈরি করেন। বর্তমানে দুই ছেলে ও পুত্রবধূদের নিয়ে সেখানেই বসবাস করেন তিনি। বিয়ের এক বছরের মধ্যেই স্বামী তালাক দেন, তারপর থেকে তিনি এখানেই বসবাস করছেন।
মোমিনা বিবির দাবি, "আমি বরাবর কোচবিহারেই ভোট দিয়ে এসেছি। এখানে আমার আধার, ভোটার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে। কখনও অসমে ভোট দিইনি।" তিনি আরও অভিযোগ করেন, " এই নিয়ে তিনবার এনআরসি নোটিস পেলাম। কেন আমাকে বারবার অসমের ফরেন ট্রাইব্যুনালে হাজিরা দিতে বলা হচ্ছে, বুঝতে পারছি না। আমার কোনও অপরাধ নেই।"
এই প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ' যেহেতু কোচবিহার জেলা বিজেপির আওতায় আসেনি। তাই বারবার কোচবিহারের মানুষদের হেনস্থা করছে। অসম সরকার যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই নিয়ে আমাদের আমাদের নেত্রী একাধিকবার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তার পরেও বিজেপির শিক্ষা হচ্ছে না।'