গাজা যুদ্ধ নিয়ে নতুন কৌশল : তিনটি লক্ষ্য নির্ধারণ করলেন নেতানিয়াহু
নিজস্ব প্রতিনিধি , জেরুজালেম - গাজা নিয়ে ফের কড়া অবস্থান নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সোমবার সরকারি বৈঠকে তিনি জানান, গাজায় চলমান যুদ্ধে তিনটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে তাঁর সরকার এবং সেনাবাহিনী অটল। সেই লক্ষ্যপূরণে শিগগিরই সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
সূত্রের খবর, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, গাজার সঙ্গে যুদ্ধে ইসরায়েলের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে যেগুলি হল - শত্রুকে পরাজিত করা, জিম্মিদের মুক্তি দেওয়া, গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয়ে ওঠে, তা নিশ্চিত করা।
নেতানিয়াহু আরও বলেন, ' এই সপ্তাহেই আমি নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করব যাতে আইডিএফকে এই তিনটি লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া যায় কোনও ব্যতিক্রম নয়।' গাজায় হামাসের বিরুদ্ধে এই অভিযানকে “চূড়ান্ত নিরাপত্তা অভিযান” বলেই ব্যাখ্যা করছেন তিনি। তাঁর মতে, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে এই তিন লক্ষ্য অর্জন করাই একমাত্র পথ।
এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে গাজার বেসামরিক জনগণ চরম মানবিক সঙ্কটে পড়েছে। আন্তর্জাতিক মহল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান এলেও ইসরায়েল এখনো তাদের কৌশল থেকে সরে আসেনি। বরং নেতানিয়াহুর এই বক্তব্যে স্পষ্ট যে, তিনটি লক্ষ্যে পৌঁছনোর আগে কোনওভাবেই অভিযান থামানো হবে না।