"বাঙালি বলেই যদি অবহেলা হয়, তবে তা বন্ধ হোক"- ভিন্নরাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনে গর্জে উঠলেন নোবেল জয়ী অমর্ত্য সেন
নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক ও বাঙালিদের ওপর অত্যাচার হওয়ার ঘটনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। আর এই ইস্যুতে এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। বাংলা ভাষার ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে তিনি স্পষ্ট বার্তা দিলেন- "যে ভাষার জন্ম চর্যাপদ থেকে সেই ভাষার মূল্য থাকা উচিত। আর অবহেলা বন্ধ হওয়া উচিত।"
সূত্রের খবর, বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজের বাসভবন ‘প্রতীচী’তে ফিরলেন নোবেলজয়ী বঙ্গসন্তান ড. অমর্ত্য সেন। সঙ্গে ছিলেন তাঁর কন্যা নন্দনা দেবসেন। বোলপুর মহকুমাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তাঁকে স্বাগত জানান ফুলের তোড়া দিয়ে। সেদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গে তিনি বলেন, "শুধু বাঙালির উপর নয়, দেশের যে কোনও নাগরিক যদি হেনস্তার শিকার হন, তা কখনওই মেনে নেওয়া যায় না।"
তিনি আরও বলেন, "যারা ভারতীয়, তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার রয়েছে, শুধুমাত্র একটি অঞ্চলের উপর নয়। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ এইসব মনীষীদের সাহিত্য ও সৃষ্টির মূল্য স্বীকার করতেই হবে। বাংলা ভাষার যে মূল্য থাকা উচিত, তা যদি না থাকে বা অবহেলা করা হয়, তাহলে তা বন্ধ করা দরকার।"
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, " বর্তমানে বিভিন্ন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের উপর নিপীড়নের অভিযোগ সামনে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি এইরকম আচরণ কখনই কাম্য নয়।"