শুরু হলো আমার পাড়া আমাদের সমাধান, স্থানীয় বাসিন্দাদের একরাশ ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি , হাওড়া - আগামী নির্বাচনের আগে রাজ্যজুড়ে আমার পাড়া আমারদের সমাধান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে জেলায় জেলায় প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার এই প্রকল্প করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন জেলা শাসক।
সূত্রের খবর , রবিবার হাওড়ার ডোমজুড়ের করোলা গ্রাম পঞ্চায়েতে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে হাওড়ার জেলা শাসক পি দীপাপ প্রিয়া। অভিযোগ, 'লাগাতার বৃষ্টিতে হাওড়ার বেশিরভাগ এলাকার জলমগ্ন।' কোন ব্যবস্থা নেয় না প্রশাসন। স্থানীয় মহিলারা এদিন জেলা শাসকের উপরে একরাশ ক্ষোভ উগরে দেয়।
স্থানীয় বাসিন্দা স্বপন হালদার বলেন, "এলাকার পুকুর গুলোর দীর্ঘদিন কোন সংস্কার হয় না। স্থানীয় ভিডিও ও প্রশাসনকে বলেও কোন সুরাহা হয়নি। প্রশাসন আশ্বাস দিল সমস্ত সমস্যা সমাধান করে দেবে। কিন্তু আশ্বাস এর আগেও দেওয়া হয়েছিল কোন কাজ হয়নি।"
জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, "জেলা জুড়ে ২৪ টি ক্যাম্প তৈরি হয়েছে। তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প করা হচ্ছে। মানুষ এসে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাচ্ছে। আমরা মানুষের সমস্যার কথা শুনতে পারছি, আশা করি আগামী দিনে সেগুলোর সমাধান সূত্র বের করতে পারবো।
প্রসঙ্গত , বেশ কিছুদিন আগে জলমগ্ন হাওড়া জেলায় ডেঙ্গির উপদ্রব রুখতে ড্রেন গুলিতে গাপ্পি মাছ ছাড়া পরিকল্পনা নিয়েছিল হাওড়া পুরসভার তরফ থেকে। অধিকাংশ গাপ্পি মাছ মরা বের হওয়ায় অনুষ্ঠান বাতিল করতে হয়। সেদিনও স্থানীয় বাসিন্দারা একরাশ উগরে দেয় প্রশাসনের ওপরে। দিনের পর দিন প্রশাসনের গাফিলতিতে হাওড়ার পুরসভার ওপর ক্ষোভ বেড়েই চলেছে স্থানীয়দের।