সরকারি জমি দখল করে বেআইনি কাজ, অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সমতির সভাপতির
নিজস্ব প্রতিনিধি , নদীয়া- সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে চলছে অবৈধ ইট-বালির ব্যবসা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকার। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ করলে মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতির।
সূত্রের খবর, রাস্তার দু'পাশে দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ইট ও বালি ফেলে ব্যবসা চালানো হচ্ছে। এই কাজে পঞ্চায়েতে প্রায়সই অভিযোগ করা হচ্ছে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। সাধারণ মানুষের চলাফেরা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, পঞ্চায়েত সমিতির দাবি, এই বিষয়ে কেউ এখনও তাঁর কাছে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে বিষয়টি সম্পূর্ণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি। অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।
ফুলিয়া টাউনশিপের বিরোধী দোলনেতা বিলাস রায় এই প্রসঙ্গে বলেছেন, ''ফুলিয়া টাউনশিপে রাস্তার ধারে বালি, সিমেন্ট ফেলে যে অবহিত ব্যবসা চালানো হচ্ছে তার ফলে রাস্তাঘাট গুলো নষ্ট হচ্ছে। সবথেকে বেশি অসুবিধে হচ্ছে স্থানীয় বাচ্চাদের। প্রশাসন এর বিরুদ্ধে পদক্ষেপ নিক এটাই আমরা চাই। পঞ্চায়েত সতর্ক হলে এর সমাধান হয়ে যায়, কিন্তু তারা সতর্ক নন।''
এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল বলেছেন, ''সাধারণ মানুষের পক্ষ থেকে বা কোন অফিসের পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। এখানে অনেক মানুষ ব্যবসা করছে। সেক্ষেত্রে যারা ব্যবসা করে খাচ্ছে তাঁদের রুটি-রুজি বন্ধ করা ঠিক হবে না। সাধারণ মানুষের অসুবিধা হলে তার আমাকে জানাত। এরপর সবটা আইন মাফিক দেখা হবে।''