নবান্ন অভিযানে পুলিশের শর্ত সাপেক্ষ ছাড় , আইনভঙ্গে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর.জি.কর কাণ্ডে অভয়ার মৃত্যুর এক বছরে নির্যাতিতার বাবা- মায়ের পক্ষ থেকে শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। হাইকোর্ট শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই অভিযান নির্দিষ্ট জায়গা মেনে ও শান্তিপূর্ণ ভাবে করতে হবে।
সুত্ৰের খবর , শনিবার অভয়ার বাবা মায়ের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। আর এই অভিযান ঘিরে হওয়া জমায়েতের জন্য হাওড়ার এক বাসিন্দা এর বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদ করা যে কোনো মানুষের মৌলিক অধিকার। কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি হতে হবে শান্তিপূর্ণ ভাবে ও কোনো সরকারি সম্পত্তি নষ্ট না করে। আর এই মর্মে আজ রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, এডিজি ল এন্ড অর্ডার জাভেদ শামীম , পুলিশ কমিশনার কলকাতা মনোজ ভার্মা এবং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।
রাজ্যের পুলিশ কর্তারা ভবানী ভবনে শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, ' এখনও পর্যন্ত মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অনুমতির আবেদন আসেনি। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, ' শান্তিপূর্ণ মিছিলে আমাদের কোনো আপত্তি নেই। যেমনটা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে সেই মোতাবেক কোনো সরকারি সম্পত্তি বা কোনো পুলিশ আধিকারিককে আঘাত না করে মিছিল করতে পারে। তবে নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা জারি আছে তাই সেখানে কোনো রূপ জমায়েত করা যাবে না।'
পুলিশের পক্ষ থেকে বিকল্প হিসাবে মন্দিরতলা বাসস্ট্যান্ড , বঙ্কিম সেতুর নিচে, হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এই চারটি জায়গা নির্ধারণ করা হয়েছে জমায়েত করার জন্য। এই চার জায়গায় সর্বমোট ১২০০ জন পর্যন্ত জমায়েত করতে পারবে। শর্ত অনুযায়ী কোনো সরকারি সম্পত্তি নষ্ট হলে বা আদালতের নির্দেশ অমান্য হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।