দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি, রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এনআরসি, SIR , অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে যখন হাওয়া গরম বঙ্গ রাজনীতির। তারই মাঝে বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফর ঘিরে রাজধানী কলকাতায় কড়া নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করলো কলকাতা ট্রাফিক পুলিশ।
সূত্রের খবর, চলতি মাসের ৩০ ও ৩১শে জুলাই এই দুদিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৩০ জুলাই বুধবার দিল্লি থেকে বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতায় পৌঁছবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে তিনি আকাশপথে কল্যাণী যাবেন, যেখানে তিনি এইমস কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখান থেকে তিনি যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শনে। পরে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। পরদিন অর্থাৎ ৩১ জুলাই সকালে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এরপর দুপুরে তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।
এই সফর ঘিরে কলকাতা ট্রাফিক পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ রুটে যান নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করেছে। ৩০ জুলাই বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত শহরতলির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যেগুলি হল - সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও আরআর অ্যাভিনিউ।
পরদিন অর্থাৎ ৩১ শে জুলাই সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে আর আর অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং এবং দুর্গাপুর ব্রিজে।
এছাড়া, ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত ১০টা পর্যন্ত রাজভবনের সামনের রাস্তায় সব ধরনের ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ যান চলাচল বন্ধ বা ঘুরিয়ে দিতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া, নিষিদ্ধ রুটে যান চলাচল হলে জরিমানাও হতে পারে বলে জানানো হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে।