কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভোটের আগে বিতর্কে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিনিধি , পাটনা - ভোটের মুখে চাঞ্চল্যকর ঘটনা বিহারে। একজন কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে প্রশাসন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা।
সূত্রের খবর, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাটনার কৌলিচক এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে একটি কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জারি করা হয়েছে। শংসাপত্রে নাম লেখা ‘ডগ বাবু’। বাবার নাম ‘কুত্তা বাবু’, মায়ের নাম ‘কুতিয়া দেবী’। শুধু তাই নয়, সেখানে একটি কুকুরের ছবি, এবং বিহার সরকারের সিলমোহরও রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা নির্বাচনী কারচুপির বড় প্রমাণ। কুকুরের নামে ভোটার আইডি তৈরি করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কমিশন।'
বিহারের রাজনীতিতেও এই ঘটনা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। পাটনার জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে অনুমান, এটি কোনও প্রশাসনিক ভুল নয়, বরং একটি সফটওয়্যারের ভুল ব্যবহার বা কৃত্রিম তথ্য দিয়ে আবেদন করে মজার ছলে তৈরি করা হয়েছে। তদন্ত করে দায়ী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।