ফুঁসছে রূপনারায়ণ, বন্যা পরিস্থিতি আরামবাগ - চন্দ্রকোণা
নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের জল ছাড়ল ডিভিসি। লাগাতার বৃষ্টির ফলে নাজেহাল শহরবাসী। জলমগ্ন পরিস্থিতি সামাল দিতে কার্যত নাজেহাল হতে হচ্ছে রাজ্যকে। গ্রাম থেকে শহর সর্বত্র একই অবস্থা। এর মধ্যে দামোদর ভ্যালি করপোরেশনের নতুন করে জল ছাড়াতে চিন্তার ভাঁজ পড়ে অনেকের কপালে।
সূত্রের খবর, মঙ্গলবার ফের জল ছাড়ল ডিসিসি। তবে গতকালের থেকে আজ জল ছাড়ার পরিমাণ বেড়েছে। মাইথন জলাধার থেকে ২৭ হাজার ৬৯৭ কিউসেক জল ও পঞ্চেত জলাধার থেকে ২৯ হাজার ৯৫১ কিউসেক জল ছেড়েছে ডিসিসি।
সম্প্রতি অতিবৃষ্টি ও তার জেরে ডিভিসির জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান, হুগলি, দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আরামবাগ, ঘাটাল, চন্দ্রকোণা, খানাকুলের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। অতিবৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার ফলে রীতিমতো ফুঁসছে রূপনারায়ণ ও বুন্দেশ্বরী নদী।
হুগলির ৯ টি গ্রাম পঞ্চায়েত প্রায় জলের তলায়। রাস্তায় নৌকা নিয়ে বেরোতে হচ্ছে স্থানীয়দের। বিভিন্ন স্কলের পরীক্ষা বন্ধ। বন্যার ফলে এই নিয়ে ৩০ দিনে ৩ বার স্কুল বন্ধের অভিযোগ। মঙ্গলবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবে মমতা ব্যানার্জী।
এরই মধ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে সুর ছড়িয়েছেন মমতা। তিনি বলেন, "বাংলার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পরিকল্পনার অভাব ডিভিসির। গত বারের তুলনায় ১১ গুণ বেশি জল ছাড়ার অভিযোগ। নিজের বাঁচানোর জন্য বাংলাকে ডোবানোর চক্রান্ত করা হচ্ছে।"