ধর্ষণ রুখতে ঘরে থাকুন , গুজরাত পুলিশের পোস্টারে তোলপাড়
নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - নারী সুরক্ষা নিয়ে ফের বিতর্কে গুজরাত। একের পর এক ধর্ষণ ঘটনায় নাম জড়িয়েছে গুজরাতের। ধর্ষণ রুখতে নারীদের ঘরে থাকার পরামর্শ দিয়ে পোস্টার টাঙ্গালো গুজরাত ট্র্যাফিক পুলিশ। আর এই নিয়ে শুরু হয়েছে বিরোধীদের সমালোচনার ঝড়।
সূত্রের খবর , সম্প্রতি আহমেদাবাদের সোলা ও চাঁদলোদিয়া অঞ্চলে গুজরাত ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পোস্টার দেখা যায়। যেখানে দেখা যায় লেখা আছে , ' ধর্ষণ এড়াতে বাড়িতে থাকুন , দেরি করে পার্টি করবেন না, নির্জন স্থানে যাবেন না - নইলে আপনি গণধর্ষণের শিকার হতে পারেন। ' গুজরাতে নারীদের ধর্ষণ থেকে রক্ষার উপায় হিসেবে রাতের পার্টি এড়িয়ে চলার , বন্ধুদের সঙ্গে নির্জন স্থানে না যাওয়ার সর্বোপরি বাড়িতে এক থাকার পরামর্শ দেওয়া হয় গুজরাত ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে। আর এই পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক।
কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টিকে নারী সুরক্ষায় সরকারের ব্যর্থতা বলে কটাক্ষ করে। সমাজ মাধ্যমে পোস্ট করে গুজরাত কংগ্রেস লিখেছে, " এই পোস্টার গুজরাতের স্বরাষ্ট্র দফতরের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করছে। সরকারের উচিত অপরাধ দমন করা, নারীদের ঘরবন্দি করা নয়।"
আম আদমি পার্টিও সমালোচনায় সরব হন। তাদের মতে, " গত তিন বছরে গুজরাতে সাড়ে ৬ হাজার ধর্ষণ ও ৩৬টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৫ জন মহিলা ধর্ষণের শিকার। অথচ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করে নারীদের স্বাধীনতাই খর্ব করতে চাইছে।"
এই বিষয় নিয়ে বিতর্ক যখন চরমে পৌঁছায়। তখন গুজরাত ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, " আমাদের দায়িত্ব পথ নিরাপত্তা দেওয়া। নারী নিরাপত্তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর যে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে তা ট্র্যাফিক বিভাগের সঙ্গে কোনো ভাবে যুক্ত নয়। এক স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের না জানিয়েই এই ধরনের পোস্টার ছাপিয়েছে।"