আরও বাড়বে ভোগান্তি , সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে জলমগ্ন রয়েছে কলকাতার শহরের একাধিক অংশ। আগামী দুদিন ভারী বর্ষণে সর্তকতা রয়েছে রাজ্য জুড়ে। নিন্মচাপের প্রভাব থাকবে আগামীকাল অর্থাৎ ২৬শে জুলাই পর্যন্ত। কলকাতা শহরের বৃষ্টিপাতের পরিমান ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে।
আবহাওয়া সূত্রে খবর , বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া নিন্মচাপটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল অতিক্রম করে ক্রমশ পশ্চিমে সরছে। এর প্রভাবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী ও উত্তর ২৪ পরগণা জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা আছে।
নিম্নচাপের প্রভাবে কলকাতা শহরে একদিনেই বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিলিমিটার পার করে। ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালী, দমদম, এজেসি বোস রোড, উড়ালপুরের জল থৈথৈ অবস্থা। ঘনঘন বজ্রপাতের জেরে গত রাতেই মৃত্যু হয়েছে ১৭ জনের।
মানিকতলা ১৭৭ মিলিমিটার, ঠনঠনিয়া ১৫৮, দত্তবাগান ১৪০, পামার ব্রিজ ১৪৫, চিংড়িঘাটা ১১৮, বালিগঞ্জে ১১৪ মিলিমিটার পর্যন্ত জল জমেছে বিকেল ৪টে পর্যন্ত। দুর্যোগে জল ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্খা করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে।
কলকাতা শহরের উপর কিউমুলনিম্বাস মেঘ বিরাজ করায় বৃষ্টিপাতের আগাম সর্তকতা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৮ শে জুলাই অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।