দেশের অন্দরেই জঙ্গি যোগ, বেঙ্গালুরু থেকে গ্রেফতার সামা পারভিন
নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - শুধু বিদেশ নয়, দেশের ভিতরেও ছড়িয়ে সন্ত্রাসের জাল। আর সেই জঙ্গিদের জাল ছিঁড়তে এবার তৎপর প্রশাসন। গুজরাত পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল আল কায়েদা যোগযুক্ত এক মহিলা জঙ্গিকে।
সূত্রের খবর, সন্ত্রাসবাদ রুখতে দেশের ভিতরেও চলছে তল্লাশি অভিযান। আর সেই অভিযানেই এবার বড়সড় সাফল্য পেল প্রশাসন। গুজরাট পুলিশের এটিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী সামা পারভিন নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সামার বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগ রয়েছে।
গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি বুধবার এই গ্রেফতারের কথা জানান। তিনি বলেন, " দেশের অভ্যন্তরে সক্রিয় জঙ্গি নেটওয়ার্ক ভাঙতেই এই পদক্ষেপ। সামা পারভিন পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।" জানা গিয়েছে, সামা পারভিনের আসল বাড়ি ঝাড়খণ্ডে। তবে গত তিন বছর ধরে বেঙ্গালুরুতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকছিলেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সামা চক্রের গুরুত্বপূর্ণ অংশ, যাদের মাধ্যমে দেশজুড়ে উগ্র মৌলবাদ ছড়ানোর কাজ চলত। এটি গত কয়েক দিনের মধ্যে এটিএসের পঞ্চম বড়সড় গ্রেফতারি। এর আগেও চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ, যাদের বিরুদ্ধেও আল কায়েদার যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
এটিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, সামার মোবাইল ফোন ঘেঁটে একাধিক পাকিস্তানি আধিকারিকের নম্বর পাওয়া গেছে। যা প্রমাণ করে তিনি অনলাইনে জঙ্গি যোগাযোগ রাখতেন এবং মৌলবাদী কার্যকলাপে যথেষ্ট সক্রিয় ছিল। বুধবারই সামা পারভিনকে আদালতে হাজির করা হয় এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।